বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪
শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে যাওয়ার আহবান সারজিস আলমের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪১ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে যাওয়ার আহবান জানিয়েছেন। রোববার সন্ধ্যায় মানিকগঞ্জের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এ আহবান করেন।

বক্তব্যে তিনি বলেন, আমরা একটা সফল অভ্যুত্থান ঘটিয়ে দেশকে স্বৈরাচরমুক্ত করেছি। এখন আমাদের রাষ্ট্রকে গঠন করতে হবে। আমরা যখন রাষ্ট্রকে গঠন করতে যাব তখন আমাদের মানসম্মত মেধা দরকার। আর সেই মেধার জন্য পড়াশোনার বিকল্প নেই। দেশ গঠন করতে হলে প্রতিটি ক্ষেত্রে মেধাসম্পন্ন মানুষ লাগবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। বয়স্কদের সঙ্গে আমাদের মতের মিল না থাকতে পারে কিন্তু তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থাকতে হবে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে অনেকে আহত নিহত হয়েছেন। এ ব্যাপারে মামলা হচ্ছে; কিন্তু দেখা যাচ্ছে যারা সম্পৃক্ত নয় তাদেরও মামলায় জড়ানো হচ্ছে। আবার টাকা-পয়সা নিয়ে জড়িতদের রক্ষা করা হচ্ছে। আমারা বৈষম্যবিরোধী ছাত্ররা এর প্রতিবাদ করছি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য সরাসরি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে এভিডেন্সগুলো আছে তাদের বিরুদ্ধে আইনগতভাবে তদন্তের মাধ্যমে, মামলার মাধ্যমে হোক বা যেকোনো মাধ্যমে হোক তাদের অবশ্যই বিচার হইতে হবে। অন্যায় অন্যায়ই, কাজেই যে দোষী তার বিচার হতে হবে।

এর আগে বেলা ১টায় আন্দোলনে জড়িত আহত শিক্ষার্থী ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আবদুল্লাহ সালেহীন অয়ন, সামিয়া মাসুদ মুমু, মুবাশ্বিরুজ্জামান হাসান মৃধা, মেহেরাব হোসেন সিফাত, মো. হৃদয় হোসেন, আদিনা খান, খোন্দকার রায়হা, কাজী ইসমাইল হোসেন রুদ্র ও কাজী জুবায়ের প্রমুখ।


আজকালের খবর/ এমকে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়াল
দুর্গাপূজায় বিএসএফকে মিষ্টি দিলো বিজিবি সদস্যরা
সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা আজ
আজ মহাসপ্তমী
লেবাননে ইসরায়েলের হামলায় ৫ চিকিৎসকসহ নিহত ১০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪ দফা দাবিতে সচেতন নাগরিক সমাজ নেতৃবৃন্দের সমাবেশ
বেরোবিতে চাকরি পেলেন আবু সাঈদের বোন
টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন
অজ্ঞাত স্থান থেকে হারুন, ‘আমাকে ভুল বোঝার অবকাশ নেই’
এইচএসসির ফল জানতে পারবেন যেভাবে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft