প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০০ PM
বৈরী আবহাওয়ার কারণে পদ্মা-যমুনা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
গতকাল শনিবার সকাল এগারোটা থেকে আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া লঞ্চ ঘাটে কর্মরত বিআইডব্লিউটিএ এর লঞ্চঘাটে কর্মরত ট্রাফিক সাব ইন্সপেক্টর শিমুল ইসলাম বিষয় টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে প্রচন্ড ঢেউ সৃষ্টি হচ্ছে। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে গতকাল থেকেই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে ছোট বড় মিলিয়ে আটটি ফেরি চলাচল করছে। তবে যাত্রী এবং গাড়ির সংখ্যা তুলনামুলকভাবে অনেক কম।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে পশ্চিম ও দক্ষিণ বঙ্গের ব্যস্ততম এ নৌরুট দিয়ে প্রতিদিন শতশত ছোট বড় যানবাহন চলাচল করে। কয়েক হাজার মানুষ নদীর পারাপার হয়ে গন্তব্যে যান। বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় অনেক মানুষের ভোগান্তি হচ্ছে।
আজকালের খবর/বিএস