মো. আলী হোসেন খান বাহাদুর, জগন্নাথপুর
প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৪ PM
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভাই ব্রাদার্স কার ট্রেনিং সেন্টারের ২য় ব্যাচের ২৪ জন নতুন প্রশিক্ষনার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) জগন্নাথপুর নতুন থানার সামনে ভাই ব্রাদার্স কার ট্রেনিং সেন্টারে অনুষ্ঠানের মধ্যদিয়ে এ সার্টিফিকেট বিতরণ করা হয়।
ট্রেনিং সেন্টারের অফিসে ট্রেইনার নুর আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক আলী হোসেন খান এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর ওয়ালটনের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সেক্রেটারি শফিকুল ইসলাম খেজর, জহির’স ইনসটিটিউট এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এম.জাহিরুল ইসলাম জহির, জগন্নাথপুর বাজারের সাবেক সেক্রেটারি দিলোয়ার হোসেন। প্রশিক্ষনার্থীদের মাঝে বক্তব্য রাখেন- রাজীব দাস, তানভীর মিয়া, রহমান মিয়া, মাহমুদ মিয়া প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে শফিকুল হক শফিক বলেন, জগন্নাথপুরে এই প্রথম ভাই ব্রাদার্স কার ট্রেনিং সেন্টারে সুন্দর একটি উদ্যোগ নিয়েছে সেটা প্রশংসনীয় অনেক বেকারত্ব ছেলেরা এখানে প্রশিক্ষণ দিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। এবং গরিব পরিবারের কম শিক্ষিত ও পিছিয়ে পড়া মানুষরা এখানে ট্রেনিং দিয়ে বেকারত্ব দূর করতে পারবে।
আজকালের খবর/বিএস