বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪
শ্রীপুরে বেড়েছে ভূমিদস্যুদের দৌড়াত্ম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২৭ PM
আওয়ামী লীগ সরকার পতনের পর গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভূমিদস্যুরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের দৌরাত্মে ওইসব এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভূমিদস্যুরা দেড়‘শ থেকে দুই‘শ এবং দুই‘শ থেকে তিন‘শ জন যুবকদের নিয়ে দল গঠন করেছে। প্রতিদিন ৫০  থেকে ৬০টি মোটর সাইকেল নিয়ে ওরা বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ তাদের ভয়ে নিরাপত্তা হীনতায় ভোগছেন। বিভিন্ন ইস্যু তৈরি করে ভূমিদস্যুরা আইনকে নিজের হাতে তোলে নিয়ে বিচার সালিশ  করছে। স্বার্থ হাসিলে সাধারণ মানুষকে ডেকে এনে নানা ভাবে ভয়ভীতি হুমকি দামকি  দিচ্ছে।

 তাদের হুংকার নিরিহ মানুষের ঘুম  হারাম করে দিয়েছে। তারা প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে জবর দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্ম। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলছে না।    

জীবনের ঝুঁকি  থাকায় নাম  প্রকাশে  অনিচ্ছুক ওই উপজেলার বেশ কয়েক জন  স্থায়ী বাসিন্দা গতকাল শুক্রবার ওই সব ভূমিদস্যু সন্ত্রাসীদের বিরুদ্ধে এমন তথ্য জানিয়েছেন। তারা বলেন, পুলিশ প্রশাসনের কর্মতৎপরতা  অনেকটা কম থাকাতে ভূমিদস্যুসহ বিভিন্ন অপরাধী চাঁদাবাজরা এই সুযোগকে কাজে লাগাচ্ছে।  এদিকে সরকার পতনের পর অনেক সাজাপ্রাপ্ত আসামিরা আইনী প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পেয়েছে। এতে ভয় কাটছেনা অনেকের।  শ্রীপুরবাসীর নিরাপত্তার জন্য সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত  অবস্থানের দাবি জানান তারা।

এদিকে ওই উপজেলার এক বাসিন্দা নাম না প্রকাশ করার শর্তে  জানান,  কয়েক দিন আগে ভূমিদস্যু দলের এক লিডার তাকে ডেকে বলে ওই এলাকার অন্য লোক তাদের কাছে জমি পায়। এ কথা বলে তাকে চাপ দিচ্ছে তাদের সঙ্গে জমির দদিলপত্র নিয় বসতে।  তাদের কাছে দলিল দেখার এক্সপার্ট আছে।  ভোক্তভোগী বলেন, যে ব্যক্তিকে নিয়ে ওই লিডার ইস্যু সাজাচ্ছে তার সঙ্গে আমাদের জমি জমার কোন সম্পর্ক নেই।  কিন্ত তাকে অন্যায়ভাবে প্রেশার ক্রিয়েট করছে। তিনি জানান, তাদের এই চাপে সে অসুস্থ হয়ে পড়েছে। ওই ভোক্তভোগী আরো বলেন,  তার পার্শ্ববর্তী এলাকার অনেক মানুষকে ওই ভূমিদস্যু দলটি জিম্মি  করে জমিসহ অর্থ আদায় করছে। তারা ওই উপজেলার একটি ইউনিয়ের চিহ্নত  সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে বহু অপরাধের কারণে শ্রীপুর থানায় বিগত ২০ বছরে অসংখ্য মামলা হয়েছে।  ওরা বহুবার জেলে গিয়েছে। বের হয়ে আবার দল গঠন করে ওই সব অন্যায় করে যাচ্ছে। 

 এ বিষয়টি নিয়ে গাজীপুরের পুলিশ সুপার আবুল কালাম আজাদকে জানালে তিনি আজকালের খবরকে জানান, আমরা ভোক্তভোগীদের পাশে সবসময় রয়েছি।   যারাই ওই পরিস্থিতিতে পড়বে। আমরা তাদের পাশে দাঁড়াবো।  সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের কাজ।

অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। 

আজকালের খবর/বিএস 








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে দুই পরিবারের ৮ জন নিহত
‘রিসেট বাটন’ নিয়ে বক্তব্য স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
ফ্লোরিডায় ১৯৫ কিলোমিটার গতিতে মিল্টনের আঘাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪ দফা দাবিতে সচেতন নাগরিক সমাজ নেতৃবৃন্দের সমাবেশ
বেরোবিতে চাকরি পেলেন আবু সাঈদের বোন
অজ্ঞাত স্থান থেকে হারুন, ‘আমাকে ভুল বোঝার অবকাশ নেই’
টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন
এইচএসসির ফল জানতে পারবেন যেভাবে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft