প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৫ PM
বিনোদন জগতের নতুন মুখ সাদিকা রহমান মেঘলার রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে গ্রামের বাড়িতে মারা যান এ অভিনয়শিল্পী। সম্প্রতি একটি বিজ্ঞাপনে আরাবি রহমান নামে আত্মপ্রকাশ চুক্তিবদ্ধ হয়ে করবেন এমনটিই জানিয়েছিলেন তিনি। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন মেঘলা। তবে স্বপ্নপূরণ হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।
মেঘলার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন মেঘলার ছোট বোন রুকসানা। রুখসানা জানান, দুই দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়ি নেত্রকোনায় বেড়াতে যান মেঘলা।
রুখসানা বলেন, ‘রাতে ঘুমানোর আগে আপু বলতেছিল পায়ের মধ্যে কেমন যেন করছে।তখন পায়ে তেল মালিশ করে দেই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠাণ্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর মৃত্যু হয়েছে বুঝতে পারি।শুক্রবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’
ঢাকার শ্যামলী বসবাস করতেন মেঘলা। তবে শোবিজে আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন আরাবি রহমান নামে। কিশোরগঞ্জ জন্ম হলেও নেত্রকোনা বেড়ে ওঠা তার। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি।
এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্তও হয়েছিলেন। সম্প্রতি একটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়ে এমনটাই জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল কোথায়; তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
রহস্যজনক মৃত্যু নিয়ে কথা বলতে এফডিসির একাধিক নির্মাতা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে জানিয়েছেন- কয়েক মাস আগে এক সিনেমা নির্মাতার সঙ্গে পরিচিত হন। তিনি তাকে নায়িকা চরিত্রে কাস্ট করবেন এমনটাই জানা গিয়েছিলো। পরবর্তীতে মেঘলা নিজেই প্রযোজক হিসেবে অর্থলগ্নি করবেন জানিয়েছিলেন। কয়েক লাখ টাকাও ওই নির্মাতার কাছে দিয়েছিলেনও। নির্মাতার একাধিক বিয়ে ও বাচ্চা আছে জানার পরও তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। কানাঘুষা রয়েছে তাদের বিয়েও হয়েছিলো। কিন্তু যখন মেঘলা ওই নির্মাতার মতলব বুঝতে পারেন তখনই তার কাছে থেকে সরে যান এবং বিভিন্ন সময় টাকা ফেরত চাইতেন। এ নিয়ে তাদের মনোমালিন্য শুরু হয়।
আজকালের খবর/আতে