রবিবার ৬ অক্টোবর ২০২৪
এনিগমা টিভির ‘আজ গানের দিন’-এ অনন্যা আচার্য্য
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৪ PM আপডেট: ১৪.০৯.২০২৪ ৭:২৯ PM
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে জনপ্রিয় নাম অনন্যা আচার্য্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সঙ্গীতে অধ্যায়নরত এই সংগীতশিল্পী প্রথম পারফর্ম করেন বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে। ক্ষুদেগানরাজ-২০০৯-এর শীর্ষ দশে থাকা অন্যতম এই সঙ্গীতশিল্পী ‘মায়াবতী’ সিনেমায় প্রথমবারের মত পাঁচটি গানে প্লেব্যাক করেন। এছাড়া ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ও ‘ফুলজা’ সিনেমাতেও কণ্ঠ দিয়েছেন অনন্যা। তার রয়েছে বেশ কিছু মৌলিক গান ও বহুমিশ্র এ্যলবাম।

অনন্যা ২০০৬ সালে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা সহ সে বছরই আরও বহু প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন। ২০০৭ সালেও জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা এবং ২০১১ সালে শেখ রাসেল জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেন।

গান ছাড়াও নাচ এবং ছবি আঁকায় যথেষ্ট পারদর্শিতা রয়েছে তার। ভালোবাসেন বই পড়তে। নিয়মিত উপস্থাপনাও করছেন ‘দীপ্ত প্রভাতী’ নামের একটি টিভি অনুষ্ঠানে। এরই ধারাবহিকতায় অনন্যা আচার্য্যকে গাইতে দেখা যাবে এনিগমা টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন ‘আজ গানের দিন’ সিজন -৩ এ। এদিন এই শিল্পী গল্পচ্ছলে গাইবেন বেশকিছু মৌলিক গানসহ পছন্দের শিল্পীদের গান। আয়োজনটি প্রচারিত হবে সরাসরি রবিবার রাত ৮টায়। অনুষ্ঠানটির সঞ্চলনার দায়িত্ব রয়েছেন কণ্ঠশিল্পী ইউসুফ আহমেদ খান। 

অনন্যা আচার্য বলেন, এনিগমা টিভির নিয়মতি আয়োজনে গান গাইতে পারাটা আমার জন্য বিশেষ কিছু। কারণ কর্তৃপক্ষ বেশ যত্ন নিয়ে অনুষ্ঠান করে বলেই জানি। এ জন্য একটু চাপও অনুভব করছি। আশা করছি এনিগমা টিভির দর্শকদের ইতিবাচক সাড়া পাবো। 

এ ব্যাপারে এনিগমা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ বলেন, আমরা প্রত্যেক শিল্পীর নিজস্বতা তুলে ধরতে চাই। ১ম ও ২য় সিজনের দর্শক-শ্রোতাপ্রিয়তার কারণে ৩য় সিজনকে একুট ভিন্নতা দেওয়া হয়েছে। এই সিজনে থাকছে ৩৬টি পর্ব। আগামী বছরের ১৩ এপ্রিল এই সিজনের শেষ পর্ব দেখানো হবে।

এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড নির্মিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে এনিগমা টিভি’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

আজকালের খবর/আতে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
পুরোনো সিন্ডিকেট বদলে নতুন সিন্ডিকেট হচ্ছে
ডিম-মুরগির দাম বাড়িয়ে ২৮০ কোটি টাকা লোপাট
ঐকমত্যের ওপর নির্ভর করবে নির্বাচনের টাইমলাইন : প্রেস সচিব
বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর
গণহত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: মাহফুজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুর্গাপূজায় সারাদেশে দুই লাখের বেশি আনসার মোতায়েন হচ্ছে
পূজামণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী তৎপর থাকবে: সেনাপ্রধান
সব বিভাগে ভারী বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
সাংবাদিক হিসেবে কারো বিরুদ্ধে মামলা হোক আমরা তা চাইনা: শ্যামল
অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণেই কি দেশে ফিরবেন শেখ হাসিনা?
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft