প্রথমবারের মত পুরো যুক্তরাষ্ট্রকে চার অঞ্চলে ভাগ করে পশ্চিম ও দক্ষিণাঞ্চলের নতুন কমিটি গঠন করেছে আওয়ামী লীগ।
ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে অবস্থান করা দলটির সভাপতি শেখ হাসিনা ৬ সেপ্টেম্বর এ কমিটি ঘোষণা করেন।
এতে যুক্তরাষ্ট্র পশ্চিমাঞ্চলীয় আওয়ামী লীগের সভাপতি পদে রবি আলম এবং সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম বরকত মনোনীত হয়েছেন।
১৫টি অঙ্গরাজ্যের সমন্বয়ে এই অঞ্চলের আওতায় রয়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ওকলাহোমা, কলোরাডো, ওয়াইয়োমিং, মন্টানা, আইডাহো, ওয়াশিংটন ডি.সি., অরেগন, নেভাদা, ইউটাহ, অ্যারিজোনা, নিউ মেক্সিকো, আলাস্কা ও হাওয়াই।
অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় আওয়ামী লীগের সভাপতি পদে মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী মানিক মনোনীত হয়েছেন।
১১টি অঙ্গরাজ্য নিয়ে এই অঞ্চলের আওতায় রয়েছে টেনেসি, অ্যালাবামা, সাউথ ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি, আরকানসাস, ফ্লোরিডা ও জর্জিয়া।
সংগঠনটি জানায়, নতুন দুই নেতা কমিটির অবশিষ্ট পদগুলো পূরণ করবেন। দুই অঞ্চলের আওয়ামী লীগের অধীনে থাকা অঙ্গরাজ্যগুলোতেও নতুন কমিটি গঠিত হবে। শীঘ্র উত্তর ও পূর্বাঞ্চলীয় আওয়ামী লীগের কমিটির ঘোষণা আসতে পারে।
দুঃসময়ে থাকা দলকে চাঙ্গা করতে এবং মার্কিন প্রশাসনে ‘তদবির চালিয়ে যেতে’ প্রথমবারের মতো পুরো যুক্তরাষ্ট্রকে চার অঞ্চলে ভাগ করে কমিটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন তৃণমূলের কর্মীরা। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আধিপত্য কমবে বলে জানান তারা।