রবিবার ৬ অক্টোবর ২০২৪
যুক্তরাষ্ট্রকে চার অঞ্চলে ভাগ করে আওয়ামী লীগের কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫১ PM আপডেট: ১৪.০৯.২০২৪ ১:২৯ PM
প্রথমবারের মত পুরো যুক্তরাষ্ট্রকে চার অঞ্চলে ভাগ করে পশ্চিম ও দক্ষিণাঞ্চলের নতুন কমিটি গঠন করেছে আওয়ামী লীগ।

ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে অবস্থান করা দলটির সভাপতি শেখ হাসিনা ৬ সেপ্টেম্বর এ কমিটি ঘোষণা করেন।

এতে যুক্তরাষ্ট্র পশ্চিমাঞ্চলীয় আওয়ামী লীগের সভাপতি পদে রবি আলম এবং সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম বরকত মনোনীত হয়েছেন।

১৫টি অঙ্গরাজ্যের সমন্বয়ে এই অঞ্চলের আওতায় রয়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ওকলাহোমা, কলোরাডো, ওয়াইয়োমিং, মন্টানা, আইডাহো, ওয়াশিংটন ডি.সি., অরেগন, নেভাদা, ইউটাহ, অ্যারিজোনা, নিউ মেক্সিকো, আলাস্কা ও হাওয়াই।

অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় আওয়ামী লীগের সভাপতি পদে মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী মানিক মনোনীত হয়েছেন।

১১টি অঙ্গরাজ্য নিয়ে এই অঞ্চলের আওতায় রয়েছে টেনেসি, অ্যালাবামা, সাউথ ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি, আরকানসাস, ফ্লোরিডা ও জর্জিয়া।

সংগঠনটি জানায়, নতুন দুই নেতা কমিটির অবশিষ্ট পদগুলো পূরণ করবেন। দুই অঞ্চলের আওয়ামী লীগের অধীনে থাকা অঙ্গরাজ্যগুলোতেও নতুন কমিটি গঠিত হবে। শীঘ্র উত্তর ও পূর্বাঞ্চলীয় আওয়ামী লীগের কমিটির ঘোষণা আসতে পারে।

দুঃসময়ে থাকা দলকে চাঙ্গা করতে এবং মার্কিন প্রশাসনে ‘তদবির চালিয়ে যেতে’ প্রথমবারের মতো পুরো যুক্তরাষ্ট্রকে চার অঞ্চলে ভাগ করে কমিটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন তৃণমূলের কর্মীরা। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আধিপত্য কমবে বলে জানান তারা।








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
পুরোনো সিন্ডিকেট বদলে নতুন সিন্ডিকেট হচ্ছে
ডিম-মুরগির দাম বাড়িয়ে ২৮০ কোটি টাকা লোপাট
ঐকমত্যের ওপর নির্ভর করবে নির্বাচনের টাইমলাইন : প্রেস সচিব
বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর
গণহত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: মাহফুজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুর্গাপূজায় সারাদেশে দুই লাখের বেশি আনসার মোতায়েন হচ্ছে
সাংবাদিক হিসেবে কারো বিরুদ্ধে মামলা হোক আমরা তা চাইনা: শ্যামল
পূজামণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী তৎপর থাকবে: সেনাপ্রধান
সব বিভাগে ভারী বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণেই কি দেশে ফিরবেন শেখ হাসিনা?
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft