রবিবার ৬ অক্টোবর ২০২৪
ভাষাসৈনিক আবদুস সামাদের ১০ম মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৪ PM আপডেট: ১৩.০৯.২০২৪ ৫:৩১ PM
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভাষাসৈনিক অ্যাডভোকেট আবদুস সামাদের ১০ম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। আবদুস সামাদ ৫৩ বছর আইন পেশায় যুক্ত ছিলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বায়ান্নের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। ১৪৪ ধারা ভঙ্গ করে তিনি কারারুদ্ধ হন। দীর্ঘদিন ন্যাপের (মোজাফফর) রাজনীতিতে যুক্ত ছিলেন। জীবনের শেষ সময়ে আওয়ামী লীগও করেছেন। 

একাত্তরে মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। প্রথম সন্তান মোহাম্মদ হোসেনকে স্বাধীনতার সম্মুখ সমরে পাঠান। সেই সন্তান ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্বরোচিত ‘সেভেন মার্ডার’র শিকার। 

৮৪ বছর বয়সে আবদুস সামাদ প্রয়াত হন। ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে তার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য অ্যাডভোকেট আহমদ আলী, ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীরুল ইসলাম, শিক্ষাবিদ শান্তনু কায়সার, বাম নেতা পংকজ ভট্টাচার্য, প্রবীণ তাত্ত্বিক অজয় রায়, কূটনীতিবিদ হুমায়ূন কবির প্রমুখ। স্মৃতিচারণ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেছিলেন সাংবাদিক কামাল লোহানী। সঞ্চালনায় ছিলেন কবি আসাদ চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন মরহুমের দ্বিতীয় সন্তান নিউইয়র্ক প্রবাসী ওবায়দুল্লাহ আল মামুন। সেই অনুষ্ঠানের একাধিক আলোচক আজ আর আমাদের মাঝে নেই।

অ্যাডভোকেট আবদুস সামাদ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, রাশিয়া, সৌদি আরব ও ভারত ভ্রমণ করেছেন। তার রচিত গ্রন্ধের মধ্যে উল্লেখযোগ্য, আমার দেখা রাজনীতির পয়ষট্টি বছর, ক্যাম্পাস থেকে গণভবন ও দ্য হিসটোরি অব ব্ল্যাক পিপল। 

অ্যাডভোকেট সামাদ ১৯৩১ সালের ১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম মুন্সী আমীর  হোসেন মৃধা।

আজকালের খবর/আরইউ








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
পুরোনো সিন্ডিকেট বদলে নতুন সিন্ডিকেট হচ্ছে
ডিম-মুরগির দাম বাড়িয়ে ২৮০ কোটি টাকা লোপাট
ঐকমত্যের ওপর নির্ভর করবে নির্বাচনের টাইমলাইন : প্রেস সচিব
বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর
গণহত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: মাহফুজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুর্গাপূজায় সারাদেশে দুই লাখের বেশি আনসার মোতায়েন হচ্ছে
পূজামণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী তৎপর থাকবে: সেনাপ্রধান
সব বিভাগে ভারী বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
সাংবাদিক হিসেবে কারো বিরুদ্ধে মামলা হোক আমরা তা চাইনা: শ্যামল
অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণেই কি দেশে ফিরবেন শেখ হাসিনা?
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft