বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪
কমলগঞ্জে অবৈধভাবে উত্তোলন করা ১লক্ষ ১৮ হাজার ঘনফুট বালু জব্দ
আহমেদুজ্জামান,কমলগঞ্জ
প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১১ PM
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় ও রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার ধলাই নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা আনুমানিক ১ লক্ষ ১৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। তার মধ্যে শুধুমাত্র ধলাইপাড় এলাকা থেকে প্রায় ৯৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ বালু জব্দ করেন। 

এ সময় বালু উত্তোলনের মেশিন বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।তবে বালু উত্তোলনে ব্যবহৃত কিছু পাইপ জব্দ করা হয়।

জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় ও রহিমপুর ইউনিয়নের ধর্মপুর, চৈত্রঘাট এলাকা থেকে দীর্ঘদিন ধরে বিগত আওয়ামী সরকার দলীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে লাভবান হচ্ছে প্রভাবশালী এই সিন্ডিকেট, এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।

এছাড়া বালু উত্তোলনের ফলে ধলাই নদীর তীর ধসে পড়াসহ অনেক বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হওয়ার পথে।তাছাড়া বড় বড় ট্রাকে অতিরিক্ত বোঝাইকরে বালু পরিবহনের ফলে ভানুগাছ - মাধবপুর আঞ্চলিক সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোথাও কোথাও দেড় থেকে দুই ফুট পর্যন্ত দেবে গেছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এসব বিষয়ে কথা বললে তাদেরকে হুমকি, ধামকি দেওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রবিবার দুপুরে কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসব অবৈধ বালু জব্দ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন ১লক্ষ ১৮ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন জানান জব্দকৃত বালু বিধিমোতাবেক দ্রুতসময়ে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রী করা হবে।পরবর্তীতে অবৈধভাবে কেউ বালু উত্তোলন করতে চাইলে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে। 

আজকালের খবর/বিএস 








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়াল
দুর্গাপূজায় বিএসএফকে মিষ্টি দিলো বিজিবি সদস্যরা
সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা আজ
আজ মহাসপ্তমী
লেবাননে ইসরায়েলের হামলায় ৫ চিকিৎসকসহ নিহত ১০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪ দফা দাবিতে সচেতন নাগরিক সমাজ নেতৃবৃন্দের সমাবেশ
বেরোবিতে চাকরি পেলেন আবু সাঈদের বোন
টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন
অজ্ঞাত স্থান থেকে হারুন, ‘আমাকে ভুল বোঝার অবকাশ নেই’
এইচএসসির ফল জানতে পারবেন যেভাবে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft