সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
আলো আসবেই কাণ্ড
‘স্থাপনা নিয়ে মায়াকান্না করিনি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলাম’
আহমেদ তেপান্তর
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৭ PM আপডেট: ০৪.০৯.২০২৪ ৮:৩৩ PM
‘স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে মায়াকান্না করিনি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলাম’ এমনটাই জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। ‘আলো আসবেই’ কাণ্ড প্রকাশ্যে আসার পর একে একে প্রতিবাদমুখর হচ্ছেন শিল্পীরা। এর মধ্যে সর্বোচ্চ সমালোচনার জায়গাটি অর্জন করেছেন অভিনেত্রী-নির্মাতা অরুণা বিশ্বাস। যিনি আন্দোলনকারীদের গায়ে ‘গরম জল ঢেলে দেওয়ার’ কথা বলেছেন। এই গ্রুপে আহসান হাবিবের নামটিও প্রকাশ্যে এসেছে। এর পরপরই সংগঠন থেকে কেউ কেউ তার পদত্যাগ দাবি করেছেন।

এ বিষয়ে আহসান হাবিব নাসিম বলেন, পদ আঁকড়ে থাকা আমার কাছে মুখ্য নয়, তবে কেন কি হয়েছে তা স্পষ্ট করার অধিকার আমার আছে। গত দুই মাস আগেও সব ঠিক ছিল। আমরা একই ছিলাম। সবার ঐকান্তিক প্রচেষ্টায় সংগঠনকে একটা কাঠামোর মধ্যে আনা সম্ভব হয়েছে, এটা আমার শত্রুও স্বীকার করবেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংগঠনের পক্ষ থেকে প্রথম যে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, সেটা হুট করেই দেওয়া ঠিক হয়নি। তবে এটা আমাদের দূরদর্শিতার অভাব ছিল, সেটা বলবো না। তবে এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল।

‘আলো আসবেই’ কাণ্ডে কীভাবে নিজেকে জড়ালেন এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘গত ৩০ জুলাই গ্রুপটি খোলা হয়। কে কীভাবে খোলে সেটা আমি জানি না। এক পর্যায়ে নিজের নাম দেখতে পাই। যাই হোক, ওই গ্রুপ যখন ফাঁস হয়েছে তখনই সবাই নিশ্চয়ই দেখতে পাবেন সেখানে দলকানা হয়ে সংগঠনকে বিপদে ফেলার মতো কিছু বলিনি। আমার অনুরোধ এ জায়গাটি যাচাই-বাছাই না করে আমাকে বা আমার মতো আরো কাউকে দায়ী করাটা ঠিক হবে না। লক্ষ্য করবেন সেখানে আমি স্থাপনার ক্ষয়ক্ষতির জন্য মায়াকান্না করিনি বরং বিচারবহির্ভূত শিক্ষার্থীরা যারা হত্যার শিকার হয়েছেন তাদের জন্য বিচার চেয়েছি- এসব কথোপকথন যখন হয়, তখন কেউ কেউ আমাকে শিক্ষার্থীদের জন্য মায়াকান্না না করার পরামর্শও দিয়েছেন, কিন্তু আমি শুনিনি। অবশ্য পরে এ গ্রুপে আমি আর সক্রিয় ছিলাম না। যে কারণে বিটিভিতে আমি বা আমার সাধারণ সম্পাদক ওই গ্রুপের সঙ্গে গিয়ে দাঁড়াইনি। বরং আমরা পুলিশের গুলিতে হতাহতের শিকার ছাত্রদের দেখতে মেডিক্যালে গিয়েছিলাম। সেখানে গিয়েও স্পষ্টভাষায় বলেছি- আমি প্রতিটি হত্যার বিচার চাই। কেন তারা এভাবে মারা পড়বে সে বিচার চেয়েছি। কারণ একজন সংগঠকের আড়ালে আমিও পিতা। যখন ওই ছেলেগুলোর কান্না আমার কানে পৌঁছেছে তখন এই কথাগুলো বলার মতো সাহস অর্জন করেছি। আমি মনে করি এ কথা বলে সংগঠনকেও বিতর্কিত জায়গা থেকে বাঁচিয়েছি। আর এ জন্য মহান আল্লাহর কাছেও শুকরিয়া আদায় করছি।’

নাসিম বলেন, ‘তাছাড়া সংগঠনকে কখনই রাজনীতির হাতিয়ার হিসেবে এজেন্ডা বাস্তবায়নে জড়াইনি। অফিসে রাজনৈতিক নেতাদের ছবিও ছিল না। এমন প্রমাণ কেউ দিতে পারবে না।’

‘আলো আসবেই’ কাণ্ড নিয়ে হতাশা প্রকাশ করে এই অভিনেতা বলেন, এখানে অনেকের কথা খুব আক্রমণাত্মক ছিল, এটা দুঃখনজনক। অনেকে আমাদের সংগঠনের সদস্যও। একটা কথা মাথায় রাখা জরুরি যে, একপক্ষ শিক্ষার্থীদের পাশে অপরপক্ষ সরকারের আজ্ঞাবহ হয়ে রাজপথে কিংবা এমন গ্রুপ খুলে মতামত দিয়েছেন- এসবের দায় সংগঠন বা আমি নিতে পারি না। একজন সংগঠক হয়ে এ জায়গাটা সামাল দেওয়া আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল।

পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, আমি নিজের স্বার্থে কখনই সংগঠনকে পরিচালিত করিনি। যা করেছি সংগঠনের সদস্যদের ভালোর জন্য করেছি। তারপরও সদস্যরা চাইলে আমি সেসবের ব্যাখ্যা দেবো। বাকি সিদ্ধান্ত তারাই নেবে।

বলা দরকার, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে নায়ক ফেরদৌস, রিয়াজ, অরুণা বিশ্বাস, তানভীন সুইটি, জ্যোতিকা জ্যোতি, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের সমন্বয়ে দুই শতাধিক সংস্কৃতিকর্মী ও সাংবাদিক নিয়ে একটি গ্রুপ খোলা হয়। যেটির নাম রাখা হয় ‘আলো আসবেই’। সেই গ্রুপের স্ক্রিনশট ফাঁস হওয়ার পর চাঞ্চল্যকর সব তথ্য বেড়িয়ে পড়ে শিল্পীদের নামে।

‘আলো আসবেই’ গ্রুপটিতে আরো ছিলেন- সুবর্ণা মুস্তাফা, সোহানা সাবা, বিজরী বরকতুল্লাহ, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, রওনক হাসান, মাসুদ পথিক, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, উর্মিলা কর, মামুনুর রশিদ, সাজু খাদেম, হৃদি হক, আশরাফ কবীর, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জুয়েল মাহমুদ, জায়েদ খান, ঝুনা চৌধুরী, লিয়াকত আলী লাকী, সৈয়দ আওলাদ, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, গুলজার, এসএ হক অলীক, লিমন আহমেদ প্রমুখ।

আজকালের খবর/আতে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টার সেনাসদর পরিদর্শন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেফতার
সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা স্বাধীন মত প্রকাশের অন্তরায়: এলআরএফ
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আওয়ামী লীগ
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার
সাংবাদিক ঊর্মি রহমান মারা গেছেন
জমজমাট নান্দাইলে আমন ধানের চারা হাট
সবুজ হয়ে উঠছে বিশ্বের বৃহত্তম মরুভূমি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft