সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
গোবিন্দগঞ্জে জোরপূর্বক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের গাছ কেটেছে বিএনপি নেতা
উত্তম সরকার, গাইবান্ধা
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২০ PM
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সৈয়দ আলী প্রধান ও তার জমিতে কেটে ফেলা গাছের অংশ। ছবি- সংগৃহিত

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সৈয়দ আলী প্রধান ও তার জমিতে কেটে ফেলা গাছের অংশ। ছবি- সংগৃহিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের মৃত সিরাজ উদ্দিনের ছেলের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সৈয়দ আলী প্রধান একই ইউনিয়নের বিএনপি নেতা মোহাম্মদ আলী বাদশা পিতা মৃত আব্দুল হাকিম ও মোহাম্মদ আলী বাদশার ছেলে মো. মাহবুবুর রহমানসহ ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে জীবন নাশের হুমকিসহ জোরপূর্বক জমি দখল ও গাছ কাটার অভিযোগে গোবিন্দগঞ্জ থানা ইনচার্জ ও গোবিন্দগঞ্জ সেনাক্যাম্প ইনচার্জ বরাবরে অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনার সদস্য সৈয়দ আলী প্রধান (৭৫) ১৯৮৭ সালে বিবাদীর কাছে থেকে দলিল মূলে মোট ১৯ শতক জমি প্রাপ্ত হয়ে বসতবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। অপরদিকে, উক্ত জমি নিজের দাবি করে মোহাম্মদ আলী বাদশা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সৈয়দ আলী প্রধানকে খুন জখমসহ নানা ধরনের হুমকি দিয়ে জমি দখলের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এছাড়াও জমির মিথ্যা মালিকানা দাবি করে হয়রানির উদ্দেশে মোহাম্মদ আলী বাদশা সিনিয়র সহকারী (চৌকি) আদালত গোবিন্দগঞ্জে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। এছাড়াও কিছুদিন ধরে বিএনপি দলীয় প্রভাব দেখিয়ে বিবাদীরা সৈয়দ আলী প্রধানের ভোগ দখলীও তফসিল বর্ণিত জমিতে থাকা বসতবাড়ি ভাঙচুর গাছপালা কর্তন খড়ের পালায় আগুন দিয়ে উচ্ছেদ করিয়া দিবে মর্মে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদর্শন করে। এরই প্রেক্ষিতে সৈয়দ আলী প্রধান গত ২২ আগস্ট ২০২৪ আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কাসহ নিজের জানমাল রক্ষার্থে গোবিন্দগঞ্জ সেনা ইনচার্জ, থানার অফিসার ইনচার্জ বরাবরে পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর থেকে মোহাম্মদ আলী বাদশা ও তার দলবল মিলে দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গত ২৪ আগস্ট ২০২৪ সৈয়দ আলী প্রধানের দখলকৃত জমিতে জোরপূর্বক আমের চারা রোপণ করে এবং নানা ধরনের হুমকি ও গালিগালাজ করে চলে যান। এরপর বিএনপি নেতা মোহাম্মদ আলী বাদশা  ও তার দলবল মিলে গত ২৭ আগস্ট ২০২৪ আনুমানিক সকাল আটটার দিকে সৈয়দ আলী প্রধানের তফসিলি ভোগ দখলকৃত জমির মূল্যবান ৫টি গাছ কাটে যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। পরের সেনাবাহিনী ও পুলিশ আসার সংবাদ শুনে কাটা গাছ রেখে তারা সটকে পড়ে। 

এ বিষয়ে নাকাই ইউনিয়নের মেম্বার মো. শাহজাহান প্রধান বলেন, আমরা এই বিষয়টি নিয়ে সালিশের মাধ্যমে সমাধান করার উদ্যোগ গ্রহণ করে দিন তারিখ সময় নির্ধারণ করি। কিন্তু মোহাম্মদ আলী বাদশা ও তার দলবল আমাদের উদ্যোগকে উপেক্ষা করে গাছ কেটে ফেলে যা বেআইনি ও নিন্দনীয়। 

এদিকে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য সৈয়দ আলী প্রধান জানান, মোহাম্মদ আলী বাদশা বিএনপির দলীয় প্রভাব দেখিয়ে তাকে জমি থেকে উচ্ছেদ ও জীবননাশের হুমকি দিয়েছে। তিনি আরো জানান, তার পুত্র মো, শামীমকে তার কর্মস্থল থেকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দিয়েছেন। ফলে বর্তমানে সৈয়দ আলী প্রধান পরিবার পরিজন নিয়ে অসহায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

আজকালের খবর/ওআর 








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টার সেনাসদর পরিদর্শন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেফতার
সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা স্বাধীন মত প্রকাশের অন্তরায়: এলআরএফ
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আওয়ামী লীগ
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার
সাংবাদিক ঊর্মি রহমান মারা গেছেন
জমজমাট নান্দাইলে আমন ধানের চারা হাট
সবুজ হয়ে উঠছে বিশ্বের বৃহত্তম মরুভূমি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft