প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:১১ PM আপডেট: ০৪.০৯.২০২৪ ৪:৩৭ PM
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হওয়ার আট দিনের মাথায় রাজধানীর মিরপুরে জনরোষে পড়েছিলেন বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর শাহরিয়ার নাজিম জয়। সোমবার সন্ধ্যার কিছুটা পড়ে তিনি জনরোষের মুখে পড়েন বলে স্থানীয়রা এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার সন্ধ্যার পর শাহরিয়ার নাজিম জয় রুপনগর নিজ এলাকায় বাসা থেকে বের হওয়ার কিছুটা পথ গেলে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে তাকে শারীরিকভাবে হেনস্থার চেষ্টাও হয়। পরে স্থানীয় বিএনপি সমর্থিতরা এতে হস্তক্ষেপ করলে মারধরের হাত থেকে রেহাই পান এই অভিনেতা ও উপস্থাপক। এ সময় শাহরিয়ার নাজিম জয় দাবি করেন তার পরিবারের সকলে বিএনপি সমর্থক। কিন্তু বিক্ষব্ধ জনতা তাকে দালাল বলে মারতে উদ্যত হয়। পরে তিনি নিজের মোবাইল থেকে কয়েক জায়গায় ফোন দিয়ে সাহায্য প্রার্থনাও করেন। কিন্তু সকলেই তাকে বিমুখ করেন। পরে ছাত্রদলের নেতাদের হস্তক্ষেপে উপস্থিত সকলের কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে তিনি সেখান থেকে বাসায় ফিরে যান।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ছাত্রদল নেতা বলেন, আমরা চাইনি এটা নিয়ে কেউ মারধরের শিকার হোক। যা হবার আইন অনুযায়ী হবে। তিনি অন্যায় করেছেন তার প্রাপ্যও অবশ্যই তিনি পাবেন। এখন কেউ তাকে মারতে গেলে সেটা বিএনপির কাঁধে দায় চাপাতে চাইবে। আমরা এ অবস্থা চাই না। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আমরা পালন করছি, কোনো ধরনের প্রতিশোধে আমরা বিশ^াসী নই।
জয়ের বরাত দিয়ে তার ঘনিষ্ট এক সূত্র বলেন, জনরোষে পড়েছিলেন, তবে বিএনপি-ছাত্রদলের সহযোগিতায় মারধরের হাত থেকে কোনো রকমে রেহাই পান জয়। তবে আমরা মনে করি জয়ের অতীত কর্মকান্ড মোটেই সুখকর। এটা হচ্ছে সেটারই ফল।
আজকালের খবর/আতে