সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশের জয়ে যা বললেন ইয়ান বিশপ-হার্শা ভোগলে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৬ AM
বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যেন অদৃশ্য এক বন্ধনে জরিয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার ইয়ান বিশপ। ২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের মুহূর্তটা রাঙিয়েছিলেন ক্যারিবিয়ান এই কিংবদন্তি বোলার। ধারাভাষ্য কক্ষ থেকে তিনিই বর্ণনা করেছিলেন জয়ের মুহুর্তটা। 

এবার পাকিস্তানের বিপক্ষে জয়ের পরেও দুই দফায় টুইট করেছেন সাবেক এই ফাস্ট বোলার। জনপ্রিয় এই  ধারাভাষ্যকার লিখেছেন, ‘বাংলাদেশকে অভিনন্দন পাকিস্তানের বিপক্ষে দারুণ এই টেস্ট সিরিজ জেতায়। অনেক দিন মনে রাখার মত একটি জয় এটি।’
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও জানাশোনা আছে ইয়ান বিশপের। দ্বিতীয় এক টুইটে উঠে এলো সেটাই,  ‘খেলাধুলাই আসলে সবকিছু নয়। তবে জাতির মানসিকতায় খেলার অবস্থান রয়েছে। আমি আশা করি এই জয় বাংলাদেশের মানুষের মনে আনন্দ এনে দিবে এবং তাদের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি সময়ে তাদের স্পিরিট বাড়িয়ে দিবে।’ভয়েস অব ক্রিকেট নাম কুড়ানো ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের জয়ে। টুইটারে হার্শা ভোগলে বলেন, ‘বাংলাদেশ গর্ব করার মত মুহূর্ত অল্প কিছুই পেয়েছে। ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর চেয়ে বেশি খুব একটা পায়নি। কী দারুণ ব্যাপার, তখনকার দুই বাচ্চা ছেলে সাকিব এবং মুশফিক, এবার নিজেদের ইতিহাসের সেরা টেস্ট সিরিজ জয়টা ক্রিজে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দাঁড়িয়ে থেকেই দেখল।’ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন, ভারতের কিংবদন্তি ক্রিকেটার অজয় জাদেজাও উচ্ছ্বাস দেখিয়েছেন বাংলাদেশের অসাধারণ সিরিজ জয়ের পরেই। ২য় টেস্টের ১ম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশের দুর্দান্ত কামব্যাকের প্রশংসা করেছেন মাইকেল ভন। অজয় জাদেজা জানিয়েছেন অভিনন্দন। 

আজকালের খবর/ এমকে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টার সেনাসদর পরিদর্শন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেফতার
সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা স্বাধীন মত প্রকাশের অন্তরায়: এলআরএফ
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আওয়ামী লীগ
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার
সাংবাদিক ঊর্মি রহমান মারা গেছেন
জমজমাট নান্দাইলে আমন ধানের চারা হাট
সবুজ হয়ে উঠছে বিশ্বের বৃহত্তম মরুভূমি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft