কোটা সংস্কার আন্দোলন ও আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে ছাত্র–জনতার বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিসহ বিভিন্ন ধরনের সহিংসতায় সারা দেশে কমপক্ষে ৬৭ জন শিশু–কিশোর নিহত হয়েছে। সম্প্রতি গ্রাফিতির মাধ্যমে এসকল শহীদ শিশুদের নামের তালিকা তৈরি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'কাম ফর রোড চাইল্ড' (সিআরসি) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র করিডরে সংগঠনটির উদ্যোগে এটি অঙ্কন করা হয়।
গ্রাফিতিটি পর্যাবেক্ষণ করলে দেখা যায়, 'যে ফুল ফুটিবার আগেই ঝরে গেল' নামের ওই গ্রাফিতিতে চব্বিশের গণআন্দোলনে নিহত ৬৭ জন শিশুর নাম দিয়ে প্রতিটি পাতায় লেখা আছে। যা প্রতিটি শিশু-কিশোরের স্মৃতি বহন করবে।
জানা যায়, কোটা সংস্কার আন্দোলন ও সরকার পদত্যাগের আন্দোলনে নিহত শিশুদের মধ্যে ৫৭ জনের মরদেহে গুলির ক্ষতচিহ্ন ছিল। এছাড়া দগ্ধ হয়ে মৃত্যু হয় ৯ কিশোরের। এছাড়া একজনের মৃত্যু সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে হয়েছে বলে জানা যায়।
গ্রাফিতি অঙ্কনের বিষয়ে সংগঠনটির সভাপতি শাহীদ কাওসার বলেন, প্রতিটি শিশুই ফুলের মত স্নিগ্ধ, পবিত্র এবং নিষ্পাপ। আগামীর শান্তি, সংস্কৃতি ও সভ্যতা নির্ভর করে শিশুদের ওপর। আজকের শিশুই আগামীর স্বপ্নময় বাংলাদেশের দিশারী। তবে সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন দমনের সময় ৬৭ জনেরও বেশি শিশুর মৃত্যু হয়, যা খুবই মর্মান্তিক। হয়তো এদের মধ্যে কেউ কেউ বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাষ্ট্রনায়ক প্রভৃতি হতো। আমরা এই ফুলগুলোর স্মৃতি স্মরণে এই গ্রাফিতিটি অঙ্কনের উদ্যোগ গ্রহণ করেছি৷
উল্লেখ্য, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিআরসি’র কার্যক্রম শুরু হয়। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
আজকালের খবর/এমকে