প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪০ PM
ফোনে ইন্টারনেটের গতি কমে যাওয়া খুবই সাধারণ সমস্যা এখন। এই সমস্যায় পড়েননি এমন স্মার্টফোন ব্যবহারকারী বোধহয় খুঁজে পাওয়া যাবে না। দেখা যায় আপনি সিম কোম্পানির ডাটা ব্যবহার করেন কিংবা ওয়াই-ফাই। সবকিছুতেই ইন্টারনেটের গতি নিয়ে অভিযোগের শেষ নেই।
এ সমস্যার সমাধান আপনি খুব সহজেই করতে পারেন। ঘরে থাকুন কিংবা বাইরে সব জায়গায় ফাস্ট ইন্টারনেট পাবেন। জেনে নিন উপায়-
>> নেটওয়ার্কের সমস্যা হলে ফ্লাইট মোড অন করুন। কিছুক্ষণ পর ফ্লাইট মোড অফ করে দিন। নতুন নেটওয়ার্কে সিগন্যাল ভালো পাওয়া যাবে।
>> যে জায়গায় নেটওয়ার্ক দুর্বল, সেখান থেকে সরে আসুন। জানালার পাশে বা খোলা জায়গায় দাঁড়ান, যেখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায়।
>> যদি এরপরও নেটওয়ার্ক না মেলে, তবে ফোনের নেটওয়ার্ক সেটিংয়ে গিয়ে নেটওয়ার্ক রিসেট করুন। এতে ভালো নেটওয়ার্ক পাবেন।
>> কোনোভাবেই নেটওয়ার্ক না এলে, ফোন থেকে সিম বের করুন এবং নতুনভাবে বসান। এতে অনেক সময় নেটওয়ার্ক ভালো মেলে।
>> অনেক সময় মোবাইলে নেটওয়ার্ক সেটিং ব্যান্ড ঠিক থাকে না। এক্ষেত্রে সেটিংয়ে যান, ম্যানুয়াল ৩জি, ৪জি বা ৫জি নেটওয়ার্ক সিলেক্ট করুন।
>> অনেক সময় মোবাইলের সফটওয়্যার আপডেট না থাকলে, নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়। তাই ফোনের সফটওয়্যার আপগ্রেড এলে, তা করুন।
আজকালের খবর/এমকে