সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং সাইবার সিকিউরিটি আইন বাতিলের দাবি জানিয়েছে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতারা। এ সময় ছাত্র-জনতার আন্দোলনের পর সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানোকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হয়।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে শনিবার গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, সাগর-রুনিসহ সব সাংবাদিকের হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সমাবেশে এ দাবি জানানো হয়।
ডিইউজের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী বলেন, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদ পতনের পর কোনো দাবি নিয়ে রাজপথে নামতে হবে না। তবে দুঃখের বিষয় হচ্ছে, সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার চাইতে আমাদের রাজপথে নামতে হচ্ছে। এটা নিয়ে এত টালবাহানা কেন?
তিনি বলেন, কিছু সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। আমরা এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। হত্যা মামলা করতে হলে আপনাকে নিশ্চিত হতে হবে। শুধু শুধু একজনের নামে হত্যা মামলা করা আমরা ঠিক মনে করছি না। যার যেটুকু অপরাধ তার শুধু সেটুকুই শাস্তি হওয়া উচিত। কিন্তু হত্যা মামলার মতো মামলা করতে হলে আপনাকে যথাযথ প্রমাণ উপস্থাপন করে মামলা করতে হবে।
বিএফইউজে’র মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার ১২ বছর হয়ে গেছে, কিন্তু আমরা কোনো বিচার পাইনি। ফ্যাসিবাদ মুক্তি হয়েছে, তাই বর্তমান সরকারকে বলতে চাই, অবিলম্বে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
সাংবাদিক
নেতারা সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব
কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সাংবাদিক হত্যার বিচার,
সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। পাশাপশি সাংবাদিক নেতাদের
নামে বানোয়াট নিউজ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।
সমাবেশে সাংবাদিক নেতাদের নামে মিথ্যাচারের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে অন্যদের
মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাবেক সভাপতি ও বিএনপি
চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার, দ্য নিউনেশনের সাবেক এডিটর
মোস্তফা কামাল মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক
খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের
নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি
মোরসালিন নোমানী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ
শাহ নওয়াজ, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি খালেকুজ্জামান সালেক,
মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান ও সাধারণ সম্পাদক
মোহাম্মদ রুবেন, বিএফইউজের (একাংশ) সহসভাপতি খায়রুল বাশার, সাবেক সহসভাপতি
জাহিদুল করিম কচি, সাংবাদিক নেতা বাছির জামাল, এরফানুল হক নাহিদ, শাহীন
হাসনাত, খন্দকার আলমগীর, সাঈদ খান বক্তব্য দেন।
সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম।
আজকালের খবর/ এমকে