প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১২:৩০ PM
মির্জা ফখরুল বলেন, যে সরকার পতিত হয়েছে তাদেরই লোকজন, বিভিন্ন নাটক সাজিয়ে এসব প্রচার করেছে। একটি ঘটনার অপপ্রচার তারা করেছে, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী সীমান্তে কয়েকদিন আগে ৩শ-৪শ মানুষ চলে যাচ্ছে। তারা একসঙ্গে জড়ো হয়েছিল। প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে এসব মানুষ বলেছে যে, এটা ছিল একটি স্টেজ ড্রামা ও নাটক।
তারা সবাই একা। তাদের সঙ্গে স্ত্রী-সন্তান কেউ নেই। তারা গিয়ে বলছে যে তারা চলে যাচ্ছে। এটা একটি নাটক ছিল। ওপারে (ভারতে) ধারণা দেওয়া যে, তারা এখানে নির্যাতনের শিকার হচ্ছেন।
বুধবার আজ (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। ফখরুল আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তায় বিএনপি নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।, আমাদের দলের নেতাকর্মীরা এসব ঘটনাকে প্রতিহত করার জন্য জেলায় জেলায় ছুটে বেরিয়েছে। আমাদের সুস্পষ্ট নির্দেশনা আছে। যদি প্রমাণ দিতে পারে, এখানে আমাদের দলের কোনো লোকজন জড়িত, তাহলে আমি ডিসি-এসপিকে বলেছি আপনারা ব্যবস্থা নেবেন। আমাদের দলের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে আমাদের এখানে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমি আপনাদের মাধ্যমে সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদের অনুরোধ করবো আপনার গুজবে কান দেবেন না। আমরা সবসময় আপনাদের পাশে আছি।
সীমান্তে সনাতনী সম্প্রদায়ের মানুষ জড়ো হওয়ার ঘটনা আওয়ামী লীগের একটি সাজানো নাটক ছিল বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও বলেন, আপনাদের কাছে সহযোগিতা চাই, আপনারা দায়িত্বশীল নাগরিক হিসেবে মিথ্যা নিউজ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। তাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য যেন আপনাদের ব্যবহার করতে না পারে।
আজকালের খবর/ এমকে