লক্ষ্মীপুরের রায়পুরে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৩ আগস্ট ) বিকেলে রায়পুর উপজেলা শহিদ মিনারের সামনে রায়পুর সনাতনী ছাত্র সমাজের আয়োজনে বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের বাড়ী, প্রতিষ্ঠান, উপাসনালয়ে হামলার প্রতিবাদে তাদের সুরক্ষার জন্য ৮ দফার দাবিতে মানববন্ধনটি পালন করে।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা সনাতনী ছাত্র সমাজের বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকারের নিকট তাদের যান-মালের নিরাপত্তা সহ ৮ দফা দাবী জানান।
মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন উপজেলার সনাতনী সম্প্রদায়ের সকল মানুষ ও সংগঠন। রায়পুর উপজেলার সনাতনী ছাত্র সমাজের সমন্নয়ক শুভ্র ঘোষ বলেন, আমরা এদের স্বাধীনতা সংগ্রামে জাতি ধর্ম নির্বিশেষে দেশ স্বাধীন করেছি। তবে এখনো কেন এত বৈসম্য। আমরা আমাদের দাবী গুলো পূরন না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাব। এ সময় আরো উপস্থিত ছিলেন। সমন্বয়ক তুষার ঘোষ,অজয় সাহা,রুদ্র নাথ শ্যাম দাস,অর্পিতা সাহা,রুপা বনিক,দিপ্তি রানী,তিথি রায়সহ আরো অনেকে। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।