প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১১:৫৩ AM
লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়িত্বরত কাজে বাধা ও হামলা চালিয়ে ৮ পুলিশকে আহত করার অভিযোগে পুলিশ বাদী হয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুসহ ১৮ জনের নাম এজাহারভুক্ত ও অজ্ঞাত ৬০০-৭০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট শহরের মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্র-জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর জজ আদালতের সামনে দায়িত্বরত ছিল। মামলার আসামীরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে হামলা চালিয়ে ৮ জন পুলিশ কে আহত করে। এ সময় হামলায় ছাত্র-জনতাও আহত হয়। শহরের বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় হামলা চালায় আসামীরা। বুধবার (১৪ আগস্ট) সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়াছিন ফারুক মজুমদার বলেন, দায়িত্বরত কাজে বাধা ও হামলা চালিয়ে ৮ পুলিশকে আহতের ঘটনায় ৭১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে টিপুকে প্রধান আসামি করা হয়েছে। সদর থানা পুলিশের এস আই আনবিক চাকমা বাদী হয়ে মামলাটি করেছে।
উল্লেখ্য ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। একইদিন দুর্বৃত্তের হামলার শিকার হয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের প্রায় ৮ নেতাকর্মী নিহত হয়। ওইদিন গুলিবিদ্ধসহ বিভিন্নভাবে ছাত্র জনতাসহ প্রায় ২ শতাধিক মানুষ আহত হয়।
কিন্তু এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ কিংবা মামলা করা হয়নি বলে জানান সদর মডেল থানার ওসি।
আজকালের খবর/ এমকে