প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৭:৫৮ PM
বদিউল আলম খোকন মানেই সামাজিক-অ্যাকশন আর রোমান্টিক গানের জমজমাট আয়োজন। এ দশকে যে ক’জন নির্মাতার নামের ওপর আস্থা রেখে হলমুখী হয় দর্শক তাদের অন্যতম খোকন। নন্দিত এই নির্মাতা এবার হাত দিয়েছেন সাবজেক্টিভ সিনেমায়। সে অনুযায়ী এগিয়ে চলছে চিত্রনাট্যের কাজ। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনে অনেক লোহমর্ষ ঘটনা বেড়িয়েছে তার একটি ‘আয়নাঘর’। বিএনপি নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে নাম না জানা অনেকেই এই আয়নাঘরের শিকার। আর এমন লোহমর্ষ নামটিকে পর্দায় ফুটিয়ে তুলতে চাইছেন খোকন। বরেণ্য এই নির্মাতা খুব শিগগিরই কাজে হাত দিবেন সে লক্ষ্যে চিত্রনাট্যের পাশাপাশি চলছে শিল্পী বাছাই প্রক্রিয়া। তবে শাকিব খানের সঙ্গে দুই ডজন ছবি করলেও খোকন সাবজেক্টিভ এই সিনেমায় শাকিব খানের ওপর বাজি ধরবেন না বলে নিশ্চিত করেছেন। বলেন, এবার নতুন মুখ নিবো। এখানে শাকিব খানের কিছু করার নেই। সাবজেক্টিভ সিনেমা। এতে অভিনয় গুণের সমাহার থাকা জরুরি।
মাই নেম ইজ খান, প্রিয়া আমার প্রিয়া’খ্যাত বদিউল আলম খোকন আরো বলেন, পুরোদমে চিত্রনাট্য এগিয়ে চলছে। একই সঙ্গে শিল্পী বাছাই প্রক্রিয়াও শুরু করছি। সব ঠিকঠাক থাকলে ১ নভেম্বর থেকে মা-মণি ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় শুরু হবে ছবিটির শুটিং।
স্পর্শকাতর ইস্যু নিয়ে ছবি বানানোর জন্য কতটা প্রস্তুত তার টিম এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেকদিন আগে থেকেই একটু একটু করে কাজ গুছিয়ে রেখেছিলাম। বলা যায় এটা আমাদের অনেক দিনের প্রজেক্ট। এখন গল্পটা বলার সময়। তাই ঘোষণা দিয়ে কাজ শুরু করলাম।’
আল জাজিরার তথ্যচিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ থেকেই প্রথম জানা যায় আয়নাঘরের কথা। সে প্রসঙ্গে খোকন বলেন, ‘সরকার পদত্যাগ করার পর আয়নাঘরের অমানবিক অত্যাচার পুরোপুরি জানতে পেরেছে মানুষ। কী ভয়ংকর নিষ্ঠুরতম ঘটনা। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে জন্যই সিনেমার মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই।’
আজকালের খবর/আতে