প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৮:১০ PM আপডেট: ১২.০৮.২০২৪ ৮:১৫ PM
বাংলাদেশ ডেন্টাল কলেজের প্রিন্সিপালকে জোর করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুরে ওই কলেজের ভাইস প্রিন্সিপাল কয়েকজন শিক্ষকসহ বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে তাকে পদত্যাগে বাধ্য করেন।
জানা যায়, প্রফেসর ডা. লাবুদা সুলতানা বাংলাদেশ ডেন্টাল কলেজে ২৪ বছর ধরে কর্মরত রয়েছেন। তিনি ১২ বছর ধরে প্রিন্সিপালের দায়িত্ব সুনামের সঙ্গে পালন করে আসছেন। কিন্তু ভাইস প্রিন্সিপাল প্রফেসর ফারহানা চৌধুরী প্রিন্সিপাল হওয়ার জন্য আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তাকে সব সময় নানাভাবে সমস্যায় ফেলার চেষ্টা করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশে ছেড়ে চলে যাওয়ার পর প্রফেসর ফারহানা চৌধুরী নিজেকে বিএনপির এক প্রভাশালী নেতার আত্মীয় পরিচয় দেওয়া শুরু করেন। এরই পরিপ্রেক্ষিতে রবিবার কয়েকজন সহযোগী শিক্ষকসহ স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে প্রিন্সিপাল প্রফেসর ডা. লাবুদা সুলতানার কক্ষে প্রবেশ করেন। সকাল থেকে প্রায় চার ঘণ্টা নিজ কক্ষে পুরনো কিছু শিক্ষার্থীকে নিয়ে ডা. শিপার ইবনুল কাশেম এবং ফারহানা চৌধুরীসহ কুচক্রী মহল পদত্যাগে বাধ্য করেন। ডা. শিপার ও ফারহানা দুজনেই অকথ্য ভাষায় হেনস্তা করেন ও প্রাণহানি ও চাঁদাবাজির হুমকি দেন। এ সময় ডা. ফারহানা তাকে অশালীন ভাষায় গালিগালাজ ও জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজকালের খবরকে ভাইস প্রিন্সিপাল প্রফেসর ফারহানা চৌধুরী বলেন, ‘আমি যেহেতু ভাইস প্রিন্সিপাল তাই অভিযোগের আঙুল আমার দিকে তোলা হয়েছে। আমি এ বিষয়ে আর কিছু বলবো না। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।’
অভিযোগের বিষয়ে জানতে ডা. শিপার ইবনুল কাশেমকে ফোন করা হলে তিনি বলেন, ‘আগামীকাল (আজ) আপনি ক্যাম্পাসে এলে সব তথ্য পাবেন। আমার আর কিছু বলার নেই।’
বাংলাদেশ ডেন্টাল কলেজের হায়ার সেক্রেটারি (ট্রাস্টি) মেজর জেনারেল (অব.) আজকালের খবরকে বলেন, ‘বাংলাদেশ ডেন্টাল কলেজে যা হয়েছে তা চর দখলের মতো ঘটনা। এ ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. লাবুদা সুলতানা আমাকে ঘটনার সময় ফোন দিয়েছিলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে আমি সহায়তা করতে পারিনি। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও ট্রাস্টকে জানানো হয়েছে। খুব শিগগিরই বিষয়টি নিয়ে বৈঠকে বসা হবে। তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।’
আজকালের খবর/ওআর