প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৬:৫৯ PM
প্রবল গণআন্দোলনের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর সদ্যগঠিত অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার নেওয়ায় ডক্টর মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
ছাত্র-গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সমন্বয়করাসহ ছাত্র সমাজের প্রতি অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি অন্তর্র্বতীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদেরও অভিনন্দন জানিয়েছে।
কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ অভিনন্দন জানানো হয় বলে আজকালের খবরকে জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি কাজী শোয়েব রশীদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল।
সভায় বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কারসহ শতাধিক আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত। তিনি বাংলাদেশের গর্বের ধন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছেন।
সভায় আরও বলা হয়, ইতোমধ্যে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নতুন বাংলাদেশ বিনির্মাণে মুহাম্মদ ইউনূস আত্মনিয়োগ করেছেন। আমরা তার সরকারের সাফল্য কামনা করি এবং আশা করি তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে ফিরে আসবে। চলচ্চিত্র আরো বেগবান হবে।
আজকালের খবর/আতে