প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৬:৫৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বেদখলে থাকা হল উদ্ধারে আন্দোলনের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কারী নুর নবী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।
নূর নবী বলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার তার স্বপদে বহাল থাকবেন। তার নেতৃত্বে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় হল উদ্ধারের আন্দোলন শুরু হবে। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের এ আন্দোলনে যোগ দানের আহ্বান জানান।
নূর নবী আরও বলেন, আমরা আশা করি শিক্ষার্থীদের ১৩ দফা ট্রেজারার মেনে নেবেন। এরইমধ্যে তিনি আমাদের ১৩ দফা শুনেছেন। মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এর আগে ২০০৯, ২০১১, ২০১৪ ও ২০১৬ সালে হল উদ্ধারের দাবিতে রাজপথে নামেন জবি শিক্ষার্থীরা। এসব আন্দোলনে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বহু শিক্ষক ও শিক্ষার্থী আহত হন। ২০১১ সালের আন্দোলনের পর ছাত্রীহল নির্মাণের ঘোষণা আসে। আর ২০১৬ সালে নিজামউদ্দিন রোডের পুরনো কারাগারের জায়গায় হল নির্মাণের দাবি জানান শিক্ষার্থীরা।
আজকালের খবর/ওআর