শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪
হল উদ্ধার আন্দোলনের ডাক দিল জবি শিক্ষার্থীরা
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৬:৫৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বেদখলে থাকা হল উদ্ধারে আন্দোলনের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কারী নুর নবী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। 

নূর নবী বলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার তার স্বপদে বহাল থাকবেন। তার নেতৃত্বে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় হল উদ্ধারের আন্দোলন শুরু হবে। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের এ আন্দোলনে যোগ দানের আহ্বান জানান। 

নূর নবী আরও বলেন, আমরা আশা করি শিক্ষার্থীদের ১৩ দফা ট্রেজারার মেনে নেবেন। এরইমধ্যে তিনি আমাদের ১৩ দফা শুনেছেন। মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এর আগে ২০০৯, ২০১১, ২০১৪ ও ২০১৬ সালে হল উদ্ধারের দাবিতে রাজপথে নামেন জবি শিক্ষার্থীরা। এসব আন্দোলনে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বহু শিক্ষক ও শিক্ষার্থী আহত হন। ২০১১ সালের আন্দোলনের পর ছাত্রীহল নির্মাণের ঘোষণা আসে। আর ২০১৬ সালে নিজামউদ্দিন রোডের পুরনো কারাগারের জায়গায় হল নির্মাণের দাবি জানান শিক্ষার্থীরা।

আজকালের খবর/ওআর








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
ঢাকা ওয়াসার এমডি হলেন ফজলুর রহমান
১ অক্টোবর থেকে বিমানবন্দর এলাকা হর্নমুক্ত ঘোষণা
বিএসএমএমইউ শিক্ষক নিপুণ গ্রেপ্তার
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার
অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে শরিক হতে প্রস্তুত বিশ্বব্যাংক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে লোদি গার্ডেনে
যুবককে পিটিয়ে হত্যা: ঢাবির ৫ শিক্ষার্থী আটক
ঢাবির হলে চোর সন্দেহে গণপিটুনি, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
সেনাবাহিনীকে সব জায়গায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ঠিক হবে না: ফখরুল
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft