প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৪:৪২ PM
বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগস্ট) তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেন, উনি পদত্যাগপত্র দিয়েছেন। কারণ কী উল্লেখ করেছেন জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিগত কারণে ও উদ্ভুত পরিস্থিতিতে পদত্যাগ করেছেন।
দীর্ঘদিন ধরে লাকীর শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক পদে থাকা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ তৈরি হয়। লিয়াকত আলী লাকী শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালকের দায়িত্ব পান ২০১১ সালের ৭ এপ্রিল। সবশেষ ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মতো তার মেয়াদ বাড়ানো হয়।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পরদিন মঙ্গলবার শিল্পকলা অ্যাকাডেমিতে মহাপরিচালকের দফতরসহ অন্তত ১৫ জন কর্মকর্তার কক্ষে তালা দেন কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষুব্ধ একটি অংশ। সোমবার শিল্পকলার সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেন থিয়েটারকর্মীরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর মহাপরিচালক লাকী আর তার দফতরে আসেননি।
আজকালের খবর/বিএস