প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৩:৪৮ PM
গাজীপুর মহানগর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতারা গাজীপুর প্রেস ক্লাব পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা পরিদর্শনে যান। ওই সময় গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মতবিনিময়কালে এম মঞ্জুরুুল করিম রনি বলেন, যে সব দুর্বৃত্তরা গাজীপুর প্রেস ক্লাবের জানালায় ঢিল ছুড়েছেন ভাঙচুর করেছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। বিএপির পক্ষ থেকে আমরা এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন- দীর্ঘ প্রায় ১৬টি বছর এই স্বৈরাচারি শেখ হাসিনার সরকার দেশের সর্ববহৎ দল বিএনপিকে দমন-পিড়ন, মামলা-হামলা, গুম-খুন জখম চালিয়ে এক তরফা নির্বাচন দিয়ে, দেশের মানুষকে জিম্মি করে, মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতায় ছিল। বহুদলিয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধমির্ণী তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে নির্মম নিযার্তন চালিয়ে ছিল। স্বৈরাচার শেখ হাসিনা মানুষের প্রতিবাদের ভাষা কেড়ে নিয়েছিল। বিরোধী দলগুলোকে সভা সমাবেশ করতে দেয়নি। সবার টুঁটি চেপে ধরেছিল। ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে এবং বিএনপিকে ধ্বংস করে দিতে সকল অপকৌশল ব্যবহার করেছিল। দীর্ঘ ষোলটি বছর এই স্বৈরাচার মাফিয়া সরকারের হাজার হাজার মিথ্যা মামলা-নির্যাতনের শিকার হয়েও আমরা রাজনীতির মাঠ ছাড়িনি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও গণতন্ত্রকে টিকিয়ে রাখতে প্রতিটি গ্রাম-মহল্লা, ইউনিয়ন, উপজেলা-জেলায় আমরা সংগঠিত। বিএনপি এ দেশের মানুষের অধিকারের রাজনীতি করে। বিএনপি গণন্ত্রের রাজনীতি করে। আমরা মাঠে আছি। মানুষের অধিকার আদায়ে সকল ষড়যন্ত্র অপশক্তিকে রুখে দেব।
তিনি বলেন, দেশের মেধাবী ছাত্ররা একটি যৌক্তিক দাবী নিয়ে রাজপথে নেমেছিল। কিন্ত, ওই স্বৈরাচার ক্ষমতা লোভী সরকার তাদের দাবী না মেনে নিরীহ ছাত্রদের বুকে গুলি চালিয়েছে। শতশত মায়ে বুক খালি করেছে। এতে সারা দেশে মানুষের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছিল। বিএনপি ছাত্রদের সঙ্গে একাত্মা পোষণ করে। সারা দেশের মানুষ রাজপথে নেমে আসে। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন অসহযোগ আন্দোলনে পরিনত হয়ে ওঠে। আর এই আন্দোলনে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্ররা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ড. অ্যাডভোকেট শহিদুজ্জামান, আহম্মদ আলী রুশদী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, বিএনপি নেতা ও জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম মোফাজ্জাল হোসেন, বিএনপি নেতা মনির হোসেন, সাবেক ছাত্রনেতা মাহমুদ হাসান রাজু, সাবেক ছাত্র নেতা নাজমুল খন্দকার সুমন, গাজীপুর প্রেস ক্লাব সদস্য আবুল হোসেন চৌধুরী, মাজহারুল ইসলাম (কাঞ্চন) প্রমুখ।
আজকালের খবর/ওআর