রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪
আমাশয় প্রতিরোধ করার উপায়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ১১:৪৯ PM
বর্ষা পানিবাহিত রোগের ঝুঁকি নিয়ে আসে। এর মধ্যে আমাশয় অন্যতম। এর ফলে রক্ত এবং শ্লেষ্মা সহ গুরুতর ডায়রিয়া দেখা দিতে পারে। আমাশয় সঠিকভাবে প্রতিকার করা না হলে ডিহাইড্রেশন এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য জটিলতা দিতে পারে। আমাশয় হলো ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণের কারণে সৃষ্ট একটি অন্ত্রের রোগ, যার ফলে প্রাথমিকভাবে রক্ত ​​বা শ্লেষ্মাসহ মল নির্গত হয় এবং ডিহাইড্রেশন হয়।

আমাশয়ের লক্ষণ

* জ্বর

* পেটে ব্যথা

* বমি বমি ভাব বমি

* দুগ্ধজাত খাবারে সাময়িক অসহিষ্ণুতা

* ওজন কমে যাওয়া।

আমাশয়ের কারণ

প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আগে আমাশয়ের কারণ বোঝা গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, ব্যাকটেরিয়া বা পরজীবীর কারণে অন্ত্রের একটি বড় অংশকে প্রভাবিত করে এমন সংক্রমণের ফলে আমাশয় হয়। সংক্রমণের রুট হলো মল-মুখ, অর্থাৎ ব্যাকটেরিয়া বা পরজীবীর স্থানান্তর ঘটে যখন সংক্রামিত ব্যক্তির থেকে মল পদার্থ অন্য ব্যক্তির মুখে প্রবেশ করে। এটি খাদ্য দূষণ, পানি দূষণের মাধ্যমে ঘটতে পারে। 

প্রতিরোধ


বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগের ঝুঁকি বেশি থাকে। ডিহাইড্রেশনের কারণে গুরুতর জটিলতা প্রতিরোধের জন্য আমাশয়ের কার্যকর ব্যবস্থাপনা এবং প্রতিরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নলিখিত প্রতিরোধমূলক ব্যবস্থা, নিরাপদ খাদ্য এবং পানি খাওয়ার ওপর জোর দেওয়া এবং যখন প্রয়োজন হয় তখন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা উচিত।

১. বিশুদ্ধ পানি পান

আমাশয় রোগ নিয়ন্ত্রণের টেকসই সমাধানের জন্য অবশ্যই বিশুদ্ধ পানি পান করতে হবে। ফোটানো, ফিল্টার করা, সঠিকভাবে ক্লোরিনযুক্ত, বোতলজাত বা টিনজাত পানি পান করুন। পাইপযুক্ত পানি বা প্লাস্টিকের মগ, কাপ, ব্যাগ বা ভাঙা বোতলে বিক্রি হওয়া পানি/পানীয় পান করা এড়িয়ে চলুন। পানীয়, দাঁত ব্রাশ, ধোয়া এবং খাবার তৈরি করতে এবং বরফ বা পানীয় তৈরির জন্য সঠিকভাবে ক্লোরিনযুক্ত, ফোটানো, ফিল্টার করা পানি ব্যবহার করুন।

২. স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা

পানিবাহিত রোগের প্রকোপ কমাতে ব্যক্তি ও সম্প্রদায় পর্যায়ে স্যানিটেশন প্রোটোকল বাস্তবায়ন করা উচিত। খাবার তৈরি এবং খাওয়ার আগে, চলাকালীন এবং পরে হাত পরিষ্কার করুন। বাচ্চাদের খাওয়ানোর আগে এবং পরে, টয়লেট ব্যবহারের পর, ডায়রিয়ায় আক্রান্ত কাউকে দুধ খাওয়ানোর পরও হাত পরিস্কার করতে হবে।

৩. খাদ্য স্যানিটেশন

এমন খাবার খান যেগুলো ভালোভাবে রান্না করা হয়েছে এবং টাটকা খোসা ছাড়ানো ফল এবং সবজি খান। রান্না না করা বা কম রান্না করা খাবার, বিশেষ করে সামুদ্রিক খাবার এড়িয়ে চলুন।

৪. উন্মুক্ত মলত্যাগ নিরুৎসাহিত করুন

পরিবেশে মানুষের মলমূত্রের দীর্ঘস্থায়ী বসবাস এবং মানুষের মলমূত্রের অনুপযুক্ত নিষ্পত্তি দূষণের সম্ভাব্য উৎস। সর্বোত্তম স্যানিটেশন সুবিধা সহ টয়লেট বা ল্যাট্রিন ব্যবহার করতে হবে। জলাশয়ে ফুটো বা মল নিষ্কাশন প্রতিরোধ করার জন্য পর্যায়ক্রমে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বজায় রাখুন। টয়লেট সুবিধা অ্যাক্সেসযোগ্য না হলে, পানির উৎস থেকে কমপক্ষে ৩০ মিটার দূরে মলত্যাগ করুন।


আজকালের খবর/ এমকে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
চলতি মাসে প্রবাসী আয়ে সুবাতাস
কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে
কাল পীরগাছায় হরতাল
অরুণাচল প্রদেশে ঢুকে পড়েছে চীনা সৈন্যরা
আইন ও বিচার বিভাগের নতুন সচিব গোলাম রব্বানী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কমিউনিটি ব্যাংকের সকল অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি
কমলগঞ্জে অবৈধভাবে উত্তোলন করা ১লক্ষ ১৮ হাজার ঘনফুট বালু জব্দ
আদালত চত্বরে হিরো আলমকে মারধর
পুরোনো সিলেবাসে ছাপানো হবে ৯ম-১০ম শ্রেণির বই
সেবায় এগিয়ে, প্রাপ্তিতে পিছিয়ে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft