প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ৩:০২ PM আপডেট: ০৪.০৮.২০২৪ ৩:১৮ PM
এখন যারা নাশকতা করছে তারা ছাত্র নয়, তারা সন্ত্রাসী। তাদেরকে কঠোর হাতে দমন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেক হাসিনা।
রবিবার (৪ আগস্ট) দুপুরে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, যেসব জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে, জ্বালাও-পোড়াও করেছে সব তদন্ত হবে। সব তদন্ত ও বিচার হোক এটা আমি চাই।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, সহিংসতায় যেসব হত্যার ঘটনা ঘটেছে সেই হত্যা যারাই করুক, সে পুলিশ হোক, ছাত্র হোক, সে যেই হোক, সব তদন্ত হবে। তাদের বিচার হবে।
অপরদিকে যেসব শিক্ষার্থী সহিংসতায় জড়িত নয়, হত্যাকাণ্ডে জড়িত নয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী।
আজকালের খবর/বিএস