প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ১২:৩৬ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিন রবিবার (৪ আগস্ট) ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডেসহ সব জেলা-মহানগরে নেতাকর্মীদের জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এদিন সকাল থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যাচ্ছে।
রবিবার (৪ আগস্ট) সকাল ৮টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট মিছিল নিয়ে সেখানে আসতে দেখা যায় নেতাকর্মীদের।
তারা বলছেন, কোটা আন্দোলনকারীরা এখন সরকারের পদত্যাগ চাইছে। তাদের দাঁতভাঙা জবাব দিতে সর্বস্তরের নেতাকর্মীরা প্রস্তুত।
অন্যদিকে ধানমন্ডির রাসেল স্কয়ার, ফার্মগেট, পান্থপথ, শেওড়াপাড়া, যাত্রাবাড়ী চৌরাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল করতে এবং অবস্থান করতে দেখা গেছে।
আজকালের খবর/বিএস