সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ১০:৩৪ AM
একের পর এক ক্রিকেটারের ইনজুরিতে বিপর্যস্ত শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মাঝেই এবার তারা নিজেদের বড় তারকাকে হারাল। বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই সিরিজে আর খেলা হবে না অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার। এর আগে ওয়ানডে সিরিজ শুরুর আগে দুই পেসার চোটের কারণে ছিটকে যান। তারও আগে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে পড়েন তিন লঙ্কান পেসার। 

হাসারাঙ্গার চোটের বিষয়টি গতকাল (শনিবার) এক বিবৃতিতে নিশ্চিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। ইতোমধ্যে তার বদলি খেলোয়াড়ের নামও ঘোষণা করা হয়েছে। বাকি দুই ওয়ানডের জন্য দলে ডাক পেয়েছেন ৩৪ বছর বয়সী লেগস্পিনার জেফ্রি ভেন্ডারসি। এর আগে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি নাটকীয়ভাবে ড্র করেছিল ভারত-শ্রীলঙ্কা। যেখানে হাসারাঙ্গা ২৪ রানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ৩টি উইকেটও নিয়েছিলেন।

হাসারাঙ্গার চোটের বিষয়ে এসএলসি জানিয়েছে, ‘প্রথম ওয়ানডেতে ১০ম (ব্যক্তিগত) ওভারের শেষ বল করার সময়ই তিনি বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করা শুরু করেন। পরবর্তীতে এমএরআই করানোর পর তার চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

হাসারাঙ্গার অনুপস্থিতির মধ্য দিয়ে শ্রীলঙ্কা দলের চোটের তালিকা আরও দীর্ঘ হলো। এর আগে চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান দুই তারকা পেসার দিলশান মাদুশঙ্কা (হ্যামস্ট্রিং) ও মাথিশা পাথিরানা (কাঁধে)। আর অসুস্থতার কারণে দুষ্মান্ত চামিরা ও থাম্ব চোটের কারণে নুয়ান থুসারা আগেই ওয়ানডে সিরিজ থেকে নাম কাটিয়ে নেন। এ ছাড়া টি-টোয়েন্টি সিরিজের আগমুহূর্তে চোটে পড়েন আরেক পেসার বিনুরা ফার্নান্দো।প্রথম ওয়ানডেতে ২৩১ রানের লক্ষ্য তাড়ায় শেষদিকে দুই উইকেট বাকি থাকতেই এক রান দরকার ছিল ভারতের। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হাসারাঙ্গা। ৫৮ রানে ৩ উইকেট এবং ব্যাট হাতে করেছেন ২৪ রান। শেষদিকে দুনিথ ভেল্লালাগের সঙ্গে জুটি বেধে তিনি লঙ্কানদের লড়াকু পুঁজি এনে দেন। পরবর্তীতে ভারত সমান ২৩০ রান করে ড্র নিয়ে মাঠ ছাড়ে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ দুই দল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে।


আজকালের খবর/ এমকে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টার সেনাসদর পরিদর্শন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেফতার
সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা স্বাধীন মত প্রকাশের অন্তরায়: এলআরএফ
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আওয়ামী লীগ
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার
সাংবাদিক ঊর্মি রহমান মারা গেছেন
জমজমাট নান্দাইলে আমন ধানের চারা হাট
পদ্মা সেতুতে নিয়ে টুস করে ফেলে দেওয়া বক্তব্যে শেখ হাসিনার নামে মামলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft