প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৮:০৮ PM
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে পল্টন বৈদ্য নামের এক কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে। স্হানীয় মনোজ বৈদ্য জানান, শুক্রবার রাতে পল্টন বৈদ্যের ঘরে আগুন লাগে। খবর পেয়ে আমরা এলাকাবাসী দৌড়ে এসে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু, ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ঘরের মালিক পল্টন বৈদ্য বলেন, শুক্রবার রাত ৯টার দিকে হঠাৎ করে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আমার ঘরে আগুন লেগে যায় এবং সে আগুন দ্রুতই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় আমাদের ডাকচিৎকারে স্হানীয় লোকজন দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু, মুহুর্তের মধ্যে আমার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।তিনি অশ্রুসিক্ত নয়নে বলেন, আমার তিল তিল করে গড়া নগদ অর্থ, স্বর্নঅলঙ্কার, ধান-চাল, ঘর-দরজা আসবাপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবকিছু হারিয়ে আমি এখন নিঃস্ব। বর্তমানে আমি পরিবার নিয়ে খোলা আকাঁশের নিচে বসবাস করছি।
পল্টন বৈদ্য তার পরিবারের মাথার ওপরে একটু ছায়া পাওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
আজকালের খবর/ওআর