শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪
রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনারে সংগীত তারকারা
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৬:৫৬ PM
চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শনিবার (৩ আগস্ট) পথে নামলেন গানের মানুষেরা। গানে গানে তারা সংহতি জানান আন্দোলনরত শিক্ষার্থীদের।

বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এ সংহতি সম্মিলনের আয়োজন করেন ঢাকায় অবস্থানরত বাংলাদেশের সংগীতশিল্পীরা।

এই আয়োজনের সময় ছিলো বেলা ৩টা। জমায়েত শুরু হয় দুপুর ২টা থেকেই। ৩টার আগেই সরোবরে হাজির মাকসুদুল হক, হামিন আহমেদ, পার্থ বড়ুয়া, প্রিন্স মাহমুদ, শওকত আলী ইমন, শেখ মনিরুল ইসলাম টিপু, লতিফুল ইসলাম শিবলী, রাহুল, জিয়াউর রহমান, আশফাকুল বারি রুমন, জুনায়েদ ইভান, সাকিবসহ আর্টসেল, শিরোনামহীন, জলের গান, ওয়ারফেজ, মাইলস, চিরকুট ও অ্যাশেজ ব্যান্ডের সদস্যদের অনেকে। সঙ্গে অসংখ্য শিক্ষার্থী, অনুসারী আর অভিভাবকরা।

উপস্থিত অনেকের হাতে শোভা পাচ্ছিলো দারুণ সব গানের বাণী। সঙ্গে চলছিলো গণমাধ্যমের ক্যামেরার সামনে বক্তব্য। কথা বলেছেন মাকসুদুল হক, প্রিন্স মাহমুদ, লতিফুল ইসলাম শিবলীরা।  

বক্তারা তাদের বক্তব্যে এক দফা দাবি আদায়ের জন্য সবাইকে ছাত্র-জনতার পক্ষে থাকার আহ্বান জানান। এসময় তারা সকল বন্দীদের মুক্তি চান, আর কাউকে গ্রেফতার না করার দাবি জানান। একইসঙ্গে প্রশ্ন রাখেন, শনিবার (০২ আগস্ট) কেন আবারও গুলি চলল? 

এরপরেই বারীন্দ্র সরোবর থেকে শিবলী-প্রিন্স মাহমুদের নেতৃত্বে শ্লোগান দিতে দিতে মিছিল বের হয়। এই মিছিল ধানমন্ডি, সাইন্সল্যাব, নিউমার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। পুরো সময়ে তারা শিক্ষার্থীদের এক দফা দাবির পক্ষে স্লোগান দেন।  

শহীদ মিনারে এসে সংগীত শিল্পীরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানান। এসময় তারা কণ্ঠে ধারণ করেন প্রতিবাদী গান। তাদের সঙ্গে এসময় গলা মেলান শিক্ষার্থী ও সাধারণ জনতা।

আজকালের খবর/আতে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
ঢাকা ওয়াসার এমডি হলেন ফজলুর রহমান
১ অক্টোবর থেকে বিমানবন্দর এলাকা হর্নমুক্ত ঘোষণা
বিএসএমএমইউ শিক্ষক নিপুণ গ্রেপ্তার
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার
অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে শরিক হতে প্রস্তুত বিশ্বব্যাংক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে লোদি গার্ডেনে
যুবককে পিটিয়ে হত্যা: ঢাবির ৫ শিক্ষার্থী আটক
ঢাবির হলে চোর সন্দেহে গণপিটুনি, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
সেনাবাহিনীকে সব জায়গায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ঠিক হবে না: ফখরুল
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft