বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন এখন দিন গুণছেন শুভক্ষণের অপেক্ষায়। কারণ, আগামী মাসেই ভূমিষ্ঠ হতে যাচ্ছে তাদের সন্তান। এই মুহূর্তে সব ধরনের কাজ থেকে ছুটি নিয়ে বাড়িতে রয়েছেন হবু মা দীপিকা।
এদিকে অভিনেত্রীর মনটাও পড়ে রয়েছে ফিল্মি দুনিয়ায়, অনুরাগীদের কাছে। নিজের বিশ্রামের দিকটা খেয়াল রাখার পাশাপাশি শোবিজেও সরব রয়েছেন তিনি। তাইতো সুযোগ পেয়ে লাইভে এসে অনুরাগীদের এক বিশেষ বার্তা দিয়ে গেলেন অভিনেত্রী।
ব্যাপারটা হল, ‘কল্কি ২৮৯৮’ ব্লকবাস্টার হওয়ার পর দর্শকদের ধন্যবাদ জানানোর সুযোগ পাননি দীপিকা। কারণ, নানাভাবেই নিজের ব্যক্তিগত কারণে ব্যস্ত হয়ে পড়ছিলেন তিনি। তাই এবার এক সুযোগে অনুরাগীদের ধন্যবাদ দিয়ে গেলেন, বিনিময়ে চাইলেন ভালোবাসা।
লাইভে ভিডিও বার্তায় তখন দীপিকা বলেন, ‘কল্কিকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আপনাদের এই ভালোবাসার জন্যই কঠোর পরিশ্রম করেছে পুরো টিম। তাই তো ভবিষ্যতের জন্য ভালোবাসা চাই।’
শোনা যাচ্ছে, বক্স অফিসে বেশ ফাটিয়ে দিয়েছে ‘কল্কি ২৮৯৮’। একাধিক ভারতীয় সিনেমার মধ্যে নতুন মাইলফলকে দাঁড়িয়েছে ছবিটি। দীপিকা পাড়ুকোন ছাড়াও প্রথম পর্বেই পারফরম্যান্স জমিয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাসরা। এদিকে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিক্যুয়েল নিয়েও দর্শক আগ্রহ তুঙ্গে। যদিও শোনা যাচ্ছে, সিক্যুয়েলের কাস্টিং থেকে দীপিকা পাড়ুকোনকে ছেঁটে ফেলেছেন নতুন ছবির পরিচালক নাগ অশ্বীন।
আজকালের খবর/ এমকে