দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল হবে না।
শুক্রবার রাতে এক বার্তায় এ তথ্য জানান আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান। তবে কবে হবে তা উল্লেখ করা হয়নি।
এর আগে শনিবার বিকেল তিনটায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচি আয়োজনের ঘোষণা করা হয়েছিল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শোক মিছিলটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এসে শেষ হওয়া কথা ছিল।
এর আগে শুক্রবার এ শোক মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছিল। পরে শোক মিছিলের কর্মসূচি শনিবার পিছিয়ে নেওয়া হয়েছিল।
আজকালের খবর/ এমকে