সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৮০০ কোটি পাচ্ছে পাকিস্তান, বিকল্প পরিকল্পনা ভারতের জন্য
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৩:০৪ PM আপডেট: ০২.০৮.২০২৪ ৫:৪৯ PM
আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসর। এই আসরটি আয়োজন করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বড় অঙ্কের বাজেট অনুমোদন দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পিসিবিকে ৭ কোটি ডলার অনুমোদন দিচ্ছে আইসিসি। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৮২২ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকা প্রায়। এই তথ্য নিশ্চিত করে খবর প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যমগুলো।

প্রতিবেদন অনুযায়ী, আইসিসির অর্থ এবং বাণিজ্যিক কমিটির সভায় এই অর্থ অনুমোদন দেয়া হয়। সেই সভাটি অবশ্য পরিচালনা করেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ।

সূত্র জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি-মার্চের এই আসরের জন্য ৭ কোটি ডলার ছাড়াও ‘অতিরিক্ত খরচ’ হিসেবে ৪৫ লাখ ডলার রিজার্ভে রাখা হয়েছে। ‘অতিরিক্ত বাজেট’ রাখার কারণও ব্যাখ্যা করেছে আইসিসি। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যেতে চায় না ভারত।

যদি কূটনৈতিক কারণে ভারত শেষপর্যন্ত পাকিস্তান না যায় তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে আয়োজকদের। সে ক্ষেত্রে অন্য কোনো দেশে ভারতের ম্যাচগুলো পরিচালনা করার কথা জানাবে আইসিসি।

তখন যে অর্থ খরচ হবে সেটি অতিরিক্ত বাজেট থেকে দেয়া হবে। পিসিবি অবশ্য যৌথ আয়োজক হিসেবে কাউকে চায় না। তাদের চাওয়া ভারত যেন অন্যান্য দেশের মতোই পাকিস্তানে খেলতে যায়।

এর আগে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের প্রতিবেদনে জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্য পিসিবিকে ১২৮০ কোটি টাকা অনুমোদন দিয়েছে আইসিসি। শ্রীলঙ্কায় চার দিনের বোর্ড সভা শেষে এই খবর প্রকাশ করে তারা।

আজকালের খবর/ এমকে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টার সেনাসদর পরিদর্শন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেফতার
সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা স্বাধীন মত প্রকাশের অন্তরায়: এলআরএফ
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আওয়ামী লীগ
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার
সাংবাদিক ঊর্মি রহমান মারা গেছেন
জমজমাট নান্দাইলে আমন ধানের চারা হাট
পদ্মা সেতুতে নিয়ে টুস করে ফেলে দেওয়া বক্তব্যে শেখ হাসিনার নামে মামলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft