ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সভায় মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় ৩ জন মৎস্য চাষীকে পুরষ্কার প্রদান করা হয়। এদের মধ্যে সফল উদ্যোক্তা হিসেবে চুনতি ইউনিয়নের লিয়াকত আলম চৌধুরী বাদলকে, সফল মৎস্য চাষী হিসেবে আধুনগর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, উপজেলা মৎস্য জীবি লীগের সহ-সভাপতি শিবুরঞ্জন পালকে এবং সফল পোনা উৎপাদন কারী হিসেবে কলাউজানের কৃতি সন্তান আবু তালেবকে সম্মাননা স্বারক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
গত ১ আগস্ট বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) স্বপন চন্দ্র দে, লোহাগাড়া উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ রাসু, উপজেলা সহকারি বিআরডিবি কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা মৎস্য অফিসের ফিল্ড এসিসটেন্ট (এফ এ) মাহবুব মুছা,আওয়ামী লীগ নেতা,সোহান ট্রেডার্সের স্বত্বাধিকারী কুতুব উদ্দিন,আওয়ামী লীগ নেতা কাজি রায়হান,বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য শিহাব উদ্দিন, আবদুল্লাহ আল সাদ্দাম, বিভিন্ন ইউনিয়নের মৎস্য,চাষীগণ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ এমকে