রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পদকের আশায় অলিম্পিকে নামছেন বিল গেটসর জামাতা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ১২:২৮ AM
বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটস। দুজন স্বমহিমায় পরিচিত হলেও, তাদের সন্তান কিংবা জামাতাদের পরিচয় সেভাবে সামনে আসে না। যদিও বড় মেয়ে জেনিফার গেটসের স্বামী আগে থেকেই অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে আসছেন। যদিও এখন পর্যন্ত কোনো পদক জিততে পারেননি জেনিফারের স্বামী নায়েল নাসার। চলমান প্যারিস অলিম্পিকেও ইকুয়েস্ট্রিয়ান ডিসিপ্লিনে খেলবেন এই মিশরীয় অ্যাথলেট।


আগামী ৫ আগস্ট এই অলিম্পিকে নিজের ঘোড়া নিয়ে নামার কথা রয়েছে নাসারের। এর আগে ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমসেও তিনি মিশরের প্রতিনিধিত্ব করেছিলেন। সেবার তিনি ব্যক্তিগত এবং দলগত উভয় বিভাগেই লড়াই করেছিলেন। যদিও সেভাবে সাড়া ফেলতে পারেনি তার পারফরম্যান্স। দলগত বিভাগে তিনি শেষ করেছিলেন ১৬তম অবস্থানে থেকে। আর ব্যক্তিগত বিভাগে হয়েছিলেন ২৪তম।

তবে প্যারিসে প্রথম কোনো পদক জেতার আশায় নামবেন নাসার। যার জন্য মেলিন্ডা গেটসের শুভকামনাও পেয়েছেন বড় মেয়ের জামাই। নাসারের ছবি দিয়ে নিজের ইনস্টাগ্রামে মেলিন্ডা লিখেছেন, ‘অলিম্পিকে তোমার প্রতিযোগিতা দেখার জন্য আমি রোমাঞ্চিত। এজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’


২০২১ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জেনিফার-নাসার। এরপর ২০২৩ সালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। ২০২৪ সালে তারা দ্বিতীয় সন্তানের অপেক্ষা করছেন। তবে এ সময়ে নায়েল নাসার পুরো মনোযোগ অলিম্পিকেই রাখছেন। মিশরীয় প্রকৌশলী বাবা-মার ঘরে তার আগমন (জন্ম) শিকাগোতে। পরে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পর জেনিফারকে বিয়ে করেন নাসার। ছোট থেকেই মিশরের হয়ে তিনি খেলা শুরু করেন। পরে নাসারদের হাত ধরেই ইকুয়েস্ট্রিয়ান খেলাটি জনপ্রিয় হয়েছে দেশটিতে।


এদিকে, এখন পর্যন্ত তাৎপর্যপূর্ণ কোন ফল আনতে না পারা নাসারকে নিয়ে ভিন্ন বিতর্ক উঠেছে। প্যারিসে তার সাপোর্ট স্টাফ হিসেবে গিয়েছেন ১০ জন। এতজন সাপোর্ট স্টাফের আদৌও প্রয়োজন আছে কি না তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এজন্য নাকি মিশরের ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন থেকে এতজন স্টাফের খরচ দিতে অস্বীকৃতিও জানানো হয়েছে। তবে এসব বিতর্ক ঝেড়ে নাসারের পুরো মনোযোগ তার খেলায়। এর আগে ন্যাশন্স কাপ অব রাবাদে উইন্টার ইকুয়েস্ট্রিয়ান ফেস্টিভালে ব্রোঞ্জ জিতেছিলেন গেটসের জামাতা।

আজকালের খবর/ এমকে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
চলতি মাসে প্রবাসী আয়ে সুবাতাস
কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে
কাল পীরগাছায় হরতাল
অরুণাচল প্রদেশে ঢুকে পড়েছে চীনা সৈন্যরা
আইন ও বিচার বিভাগের নতুন সচিব গোলাম রব্বানী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কমিউনিটি ব্যাংকের সকল অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি
কমলগঞ্জে অবৈধভাবে উত্তোলন করা ১লক্ষ ১৮ হাজার ঘনফুট বালু জব্দ
আদালত চত্বরে হিরো আলমকে মারধর
পুরোনো সিলেবাসে ছাপানো হবে ৯ম-১০ম শ্রেণির বই
সেবায় এগিয়ে, প্রাপ্তিতে পিছিয়ে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft