প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ২:২৩ PM আপডেট: ০১.০৮.২০২৪ ২:৫৫ PM
কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে রাজপথে নামলেন তারকারা। বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তারা বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজেই বক্তব্য দেন দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ।
এসময় মামুনুর রশিদ, অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সিয়াম আহমেদ, রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, সৈয়দ আহমেদ শাওকি, ইরেশ জাকের, রেদওয়ান রনি, আশফাক নিপুন, আদনান আল রাজিব, নাজিয়া হক অর্ষা, তানিম নূর, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, তাসনিয়া ফারিনসহ আরও অনেকে; তারা সকলে সংহতি প্রকাশ করেন।
এসময় অভিনেতা মোশাররফ করিম বলেছেন, ‘আমরা রক্তপাত চাই না, শান্তি চাই। এসবের বাইরে থাকতে চাই। মোবাইলে এই সব দেখতে দেখতে অসুস্থ হয়ে গেছি। দেশে শান্তি চাই।’
সিয়াম আহমেদ বলেন, ‘এখানে আমার পক্ষ থেকে আলাদা করে কিছু বলার নাই। আমাদের যে ভাই-বোনেরা মারা গেল এটা মেনে নেওয়ার না। যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন তবে রাতে ঘুমাতে পারবেন না।’
আজমেরি হক বাঁধন বলেন, ‘আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত এখন। এই অবস্থায় যদি একটু বিবেক থাকে, কেউ ঠিক থাকা সম্ভব না। আমরা ছাত্রদের সঙ্গে আছি বলেই আজ এখানে এসেছি।’
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছাত্রদের দাবির সঙ্গে সংহতি জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারা।
আজকালের খবর/ এম কে