মো. আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৩:৫৯ PM

চাঁপাইনবাবগঞ্জে ৫ জন কোটা সংস্কার আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুলাই) রাতে ২ জনকে ও বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে ৩ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে জেলা শহরের সেন্টু মার্কেট ও নিউ মার্কেট এলাকা থেকে ৩ জন কোটা আন্দোলনকারীকে আটক করা হয়। এর আগে পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসবে সমাবেশ ও মিছিলের জন্য নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমবেত হওয়ায় চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মেহেদী হাসান জানান, কোটা আন্দোলনকে ঘিরে যাতে কোন ধরনের অরাজকতা সৃষ্টি না হয়, সেলক্ষ্যে পুলিশ সকাল থেকেই সচেষ্ট রয়েছে।
বুধবার ১২ জনের নাম উল্লেখ করে ও আরও অজ্ঞাতনামা ১০০ জনকে আসামী করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এরপর রাতে টিপু সুলতান ও কালু নামের দুই আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। তবে বৃহস্পতিবার আটক তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার সকাল থেকেই কমপ্লিট শাটডাউনের তেমন কোন প্রভাব পড়েনি চাঁপাইনবাবগঞ্জে। সকালে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বনলতা এক্সপ্রেস ট্রেন। এছাড়াও দূরপাল্লার বাস, ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে। এমনকি সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও স্বাভাবিক রয়েছে৷
আজকালের খবর/এসএইচ