বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, অচল বরিশাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৪:৫২ PM
সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল ও  যৌক্তিক সংস্কারের দাবিতে আবারও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

এর আগে সকাল ১০টার দিকে হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা এ সময় মহাসড়কে টায়ার জ্বেলে অবস্থান করে। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।

এ কারণে মহাসড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন। তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়িসহ জরুরি সেবার যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটাতে দেখা যায়নি শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, তারা যৌক্তিক দাবি তুলে আন্দোলন করছে। সেখানে তাদের ওপর হামলা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না বলে জানান শিক্ষার্থীরা।

অপরদিকে শিক্ষার্থীরা দাবি আদায়ে সড়ক অবরোধ করায় অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, যানবাহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সড়কে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

আজকালের খবর/বিএস 








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের ইতিহাসে আজ একটি নতুন অধ্যায় রচিত: নুর
বন্ধ হলো বাংলাদেশ-ভারত সীমান্তে বাসিন্দাদের মিলনমেলা
সব চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ সবাই: জামায়াত
নির্বাচনের রোডম্যাপ দিলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না: বিএনপি
হাইকমিশনে হামলার নিন্দা জানিয়েছে সব রাজনৈতিক দল: আসিফ নজরুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বেতনের বাইরে মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্টে জমা ১৩৪ কোটি টাকা
দেবীদ্বারে হানাদার মুক্ত দিবস পালিত
‘ডেঞ্জার জোন’ নিয়ে ফিরছেন বাপ্পি
কাজে ফিরছেন এনটিসি’র ১৮ চা বাগানের শ্রমিকরা
টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft