বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
তিস্তায় ভেসে আসা সেই মরদেহ সিকিমের সাবেক মন্ত্রীর
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ১০:২৩ AM আপডেট: ১৭.০৭.২০২৪ ১০:২৪ AM
লালমনিরহাটের আদিতমারী থেকে উদ্ধার করা মরদেহটি ভারতের অঙ্গরাজ্য সিকিমের সাবেক মন্ত্রী ও গণতন্ত্রপন্থী নেতা রামচন্দ্র পৌডিয়ালের (৮০)। মঙ্গলবার (১৬ জুলাই) রাতেই বুড়িমারী স্থলবন্দর দিয়ে তার মরদেহ ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে পুলিশ।  

এর আগে সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকার মাঝের চর থেকে গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিস্তা নদীর বাম তীরের উপজেলার সলেডি স্প্যার বাঁধ-২ এলাকায় একটি মরদেহ আটকে যায়। মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মরদেহের হাতে একটি ঘড়ি ও মুখে দাড়ি ছিল। রশি দিয়ে হাত বাঁধা ছিল। তবে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই সেটিপুলে ভগ্নিপতির বাসভবনে যাওয়ার পর নিখোঁজ হন আরসি রামচন্দ্র পাউডেল। পরে আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবরা বিভিন্ন স্থানে খুঁজে তার সন্ধান বের করতে না পেরে স্থানীয় থানায় সাধারণ ডায়রি করেন।

নিখোঁজের আট দিন পর লালমনিরহাটের আদিতমারী উপজেলার সলেডি স্প্যার বাঁধের মাঝের চরে তিস্তা নদীতে মরদেহ ভেসে ওঠে এবং অজ্ঞাত হিসেবে উদ্ধার করে পুলিশ।

আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, তিস্তার চর থেকে মরদেহটি উদ্ধারের পর আমরা তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করি। পরে ভারতের সংবাদ কর্মীদের মাধ্যমে জানতে পারি সিকিমের একজন নিখোঁজ হন। এরপর তার হাতের ঘড়িটি দেখে তার পরিবারের লোকজন শনাক্ত করেন। দুই দেশের মধ্যে যোগাযোগের পর মরদেহ নিহতের পরিবারের কাছে পৌঁছে দিতে বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টে পাঠানো হয়েছে।

আজকালের খবর/এসএইচ








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের ইতিহাসে আজ একটি নতুন অধ্যায় রচিত: নুর
বন্ধ হলো বাংলাদেশ-ভারত সীমান্তে বাসিন্দাদের মিলনমেলা
সব চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ সবাই: জামায়াত
নির্বাচনের রোডম্যাপ দিলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না: বিএনপি
হাইকমিশনে হামলার নিন্দা জানিয়েছে সব রাজনৈতিক দল: আসিফ নজরুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বেতনের বাইরে মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্টে জমা ১৩৪ কোটি টাকা
দেবীদ্বারে হানাদার মুক্ত দিবস পালিত
কাজে ফিরছেন এনটিসি’র ১৮ চা বাগানের শ্রমিকরা
টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার
টেকনাফে অস্ত্র ঠেকিয়ে দুই কৃষক অপহরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft