বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
রিয়াজুল রিজুর পদত্যাগ, শনিবার অবস্থান ব্যাখ্যা করবে ডিরেক্টরস গিল্ড
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৬:৪৬ PM
‘অসাংগঠনিক’ ও ‘শৃঙ্খলাবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগ এনে টিভি নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড থেকে পদত্যাগ করেছেন ‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমার নির্মাতা রিয়াজুল রিজু। রোববার সংগঠনটির সভাপতি বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিয়ে আগামী শনিবার নির্বাহী কমিটির মিটিং হবে সেখানেই সংগঠনের অবস্থান ব্যাখ্যা করবেন বলে জানিয়েছেন সভাপতি অনন্ত হীরা।

এর আগে গত ১০ জুলাই সংগঠনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটার সময় কয়েকজনের ‘অশ্লীল নাচ’ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ভিডিও ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনার মুখে পড়ে এই সংগঠনটি।

জানা যায়, এ ঘটনার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার কারণেই মূলত আইন ও কল্যাণবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি নেন রিয়াজুল রিজু।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ‘এই সংগঠন আমাদের সকল নাট্যনির্মাতার প্রাণের সংগঠন। যদি ব্যক্তি কোনো পোস্টে থাকে, তবু আঙুলটা সংগঠনের দিকেই উঠবে এবং প্রশ্নবিদ্ধ হবে, এটাই স্বাভাবিক। যে বা যারা পোস্টে থাকে, তাদের কাজকর্মে আরও বেশি সংযত হওয়া উচিত।

রিয়াজুল রিজু আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে কার সঙ্গে কে কীভাবে কখন পার্টি করলেন, সেটা দেখার বিষয় নয়। কিন্তু যখন সংগঠনের অনুষ্ঠান, তখন অনেক বেশি সচেতন থাকা উচিত। কারণ ৮০০ মেম্বারের দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে, তাদের অধিকার বা সম্মান খর্ব করার জন্য নয়।’

তিনি আরও যোগ করেন, ‘ওই ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছিলো। আমি সভাপতি ও সেক্রেটারিকে দুই এক দিনের মধ্যে একটি প্রেস রিলিজ দেওয়ার আহ্বান জানাই। কিন্তু তারা বিষয়টা কর্ণপাত করেননি। এ কারণে আমি পদত্যাগ করেছি।’

এর পরদিন সোমবার রিয়াজুল রিজু নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। তিনি তার পোস্টে লিখেছেন, ‘১৪ জুলাই ডিরেক্টরস গিল্ডের আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক পদ থেকে আমি পদত্যাগ করেছি। কার্যনির্বাহী কমিটির সঙ্গে এখন থেকে আমার আর কোনও সম্পৃক্ততা নেই। অতএব সাংবাদিক ভাইবোন এবং ডিরেক্টরস গিল্ডের সন্মানীত সদস্যগণ সাংগঠনিক কোনও বিষয়ে আমাকে আর ফোন না করার জন্য অনুরোধ করছি।’

নির্মাতা রিয়াজুল রিজুর পদত্যাগের বিষয়ে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ’এর সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বলেন, ‘শিগগিরই সাংগঠনিক জায়গা থেকে আমি আমার বক্তব্য ক্লিয়ার করবো।’

অপরদিকে ডিরেক্টর গিল্ডের সভাপতি অনন্ত হীরা বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে যে কারোই পদত্যাগের অধিকার রয়েছে। 

কিন্তু ‘অসাংগঠনিক’ ও ‘শৃঙ্খলাবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগ এনে পদত্যাগ করেছেন রিজু এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী শনিবার আমাদের বৈঠক রয়েছে। বৈঠক শেষে আমরা আমাদের অবস্থান জানাবো। এরআগে কিছু বলতে চাইছি না।’

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধের সেই আইকনিক ছবি সরানো নিয়ে যা বললেন ভারতীয় সেনাপ্রধান
ভ্যাটের কারণে বাড়লো এলপি গ্যাসের দাম
৩৬৬ জনের ব্যাংক হিসাবে ১৫ হাজার কোটি টাকা জব্দ
পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক
কাঁদলেন বাবরের স্ত্রী, সমর্থকদের উচ্ছ্বাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চাপের মুখেও চাঁপাইনবাবগঞ্জে রাতের ভোট ঠেকিয়েছিলেন ডিসি
জুলাই ঘোষণাপত্র নিয়ে বৈঠক বৃহস্পতিবার
আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে শীত
ইউপি কার্যালয়ের তালা ভেঙে চেয়ারম্যানকে বসালেন চেয়ারে
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর, মুক্তিতে বাধা নেই
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft