প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১১:২৬ AM
দুই দিন আগে হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর, প্রথমবার জনসম্মুখে দেখা গেলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ডান কানে ব্যান্ডেজ নিয়েই সোমবার (১৫ জুলাই) উইসকনসিন রাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে উপস্থিত হলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গত শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়েন হামলাকারী। গুলি ট্রাম্পের ডান কানে লাগে। ঘটনার পর এই প্রথম প্রকাশ্য কোনও অনুষ্ঠানে হাজির হলেন ট্রাম্প। দেখা গেছে, তার ডান কানে বড় একটি ব্যান্ডেজ।
মিলওয়াকিতে ১৫ জুলাই রিপাবলিকান পার্টির চার দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে। প্রথম দিনই সম্মেলনে হাজির হয়েছেন ট্রাম্প। গুলিতে আহত হওয়ার পরদিনই মিলাওয়াকিতে পৌঁছান তিনি।
আহত ও কানে বড় সড় ব্যান্ডেজ থাকার পরও, সম্মেলনে ট্রাম্পকে হাসিখুশি দেখা গেছে।
সম্মেলনে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। রানিং মেট ওহাইও রাজ্যের সিনেটর জেডি ভ্যান্সকে বেছে নিয়েছেন তিনি।
আজকালের খবর/এসএইচ