বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
কোটাবিরোধীদের সঙ্গে সংঘর্ষে ছাত্রলীগের ৫০০ নেতাকর্মী আহত, গুলিবিদ্ধ ২
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১০:২১ AM
সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলায় ছাত্রলীগের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত হয়েছেন দুই শতাধিক। গুলিবিদ্ধ হয়েছেন দুই জন।

সোমবার (১৫ জুলাই) দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের হামলায় আমাদের প্রায় ৫০০ নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে প্রায় ২০০ জনের অবস্থা গুরুতর। যাদের মধ্যে কেন্দ্রীয় নেতা আছেন প্রায় ২০ জন।

এছাড়া, দুই জন গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এরমধ্যে একজন নিউমার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজিদুল হাসান ফাহাদ (২৪), অপরজন বাংলা কলেজ ছাত্রলীগ কর্মী আসলাম। এদের দু’জনকেই শহীদুল্লাহ হলের সামনে গুলি করা হয়। এর বাইরে আরও চার-পাঁচ জনের কথা শুনেছি যারা গুলিবিদ্ধ হয়েছেন, কিন্তু আমরা তা নিশ্চিত হতে পারিনি।

ছাত্রলীগের এই নেতা বলেন, আজকে শুরুতে কোটা আন্দোলনকারীরা বিজয় একাত্তর হলে ছাত্রলীগের নেতাকর্মীদের গালিগালাজ করেন। পরে তারা হামলা করেছেন। আমাদের কোন প্রস্তুতি ছিল না। আমরা চিন্তাও করিনি এভাবে আমাদের উপর হামলা করা হবে।

এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হোসাইন সাদ্দাম বলেন, সন্ত্রাসীদের হামলায় আহত বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীর রক্তের জবাব দিতে হবে। হামলাকারী সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধের সেই আইকনিক ছবি সরানো নিয়ে যা বললেন ভারতীয় সেনাপ্রধান
ভ্যাটের কারণে বাড়লো এলপি গ্যাসের দাম
৩৬৬ জনের ব্যাংক হিসাবে ১৫ হাজার কোটি টাকা জব্দ
পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক
কাঁদলেন বাবরের স্ত্রী, সমর্থকদের উচ্ছ্বাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চাপের মুখেও চাঁপাইনবাবগঞ্জে রাতের ভোট ঠেকিয়েছিলেন ডিসি
জুলাই ঘোষণাপত্র নিয়ে বৈঠক বৃহস্পতিবার
আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে শীত
ইউপি কার্যালয়ের তালা ভেঙে চেয়ারম্যানকে বসালেন চেয়ারে
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর, মুক্তিতে বাধা নেই
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft