লাতিন আমেরিকার গায়িকা হয়েও ফুটবলের সবচেয়ে পুরনো আসর কোপা আমেরিকায় কখনও পারফর্ম করেননি এই পপ তারকা। তবে এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার ফাইনালে দেখা যাবে শাকিরার নাচ ও গান।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ম্যাচের প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করতে দেখা যাবে শাকিরাকে।
লাতিন আমেরিকান ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল জানিয়েছে, কোপা আমেরিকার জমজমাট ইতি টানার লক্ষ্যে মাঠে উপস্থিত দর্শকদের জন্য শাকিরার গানের আয়োজন করেছে তারা। ম্যাচের মাঝবিরতিতে ২০ মিনিট গান গাইবেন কলম্বিয়ার তারকাশিল্পী।
প্রথমার্ধের বিরতিতে শাকিরার গানের কারণে বেড়ে যাবে ফাইনাল ম্যাচের বিরতির সময়। অন্য ম্যাচগুলোতে বিরতি ১৫ মিনিটের হলেও, আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফাইনাল ম্যাচে প্রথমার্ধ শেষে দেওয়া হবে ২৫ মিনিটের বিরতি। যা একেবারেই মানতে পারছেন না কলম্বিয়া কোচ নেস্তর লরেনজো। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কলম্বিয়া কোচ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে ক্ষোভও প্রকাশ করে কলম্বিয়া কোচ বলেন, ‘আমি জানি না কেন প্রথমার্ধের বিরতি শুধুমাত্র কনসার্টের বাড়িয়ে দেওয়া হবে। আমি বুঝতে পারছি যে খেলোয়াড় ২০-২৫ মিনিটের বিরতি পাচ্ছে, কিন্তু ততক্ষণে তাদের শরীরের উষ্ণ ভাবটা চলে যাবে। আবার পিচ কিংবা নিয়ম যদি পরিবর্তন হয়ে যায়, সেটিও খেলার প্রভাব ফেলবে। আমার মতে, অন্য যে কোনো ম্যাচের মতোই হওয়া উচিত, নিয়ম অনুযায়ী ১৫ মিনিটের বিরতি।’
অবশ্য কোচের এমন ক্ষোভের পেছনে যুক্তিও আছে। এর আগে গ্রুপপর্বে খেলার বিরতিতে দেরি করে নামার কারণে এক ম্যাচ করে নিষেধাজ্ঞা পেয়েছিলেন চারটি দলের কোচ। যেখানে কলম্বিয়া কোচ লোরেঞ্জো এবং আর্জেন্টিনার লিওনেল স্কালোনিও আছেন। সে বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে লরেনজো বলেন, ‘যদি আমরা ১৬তম মিনিটে মাঠে ঢুকি, আমাদের জরিমানা করা হয়। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ফাইনালে ২০-২৫ মিনিট পরে নামতে হবে। আমি বিষয়টি বুঝলাম না।’
এমনিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিরার গান নিয়ে কোনো আপত্তি নেই কলম্বিয়া কোচের। তবে বিরতি যাতে ১৫ মিনিটের বেশি না হয় সেই দাবিই জানিয়েছেন তিনি, ‘গানের আয়োজন নিয়ে বলব শাকিরা দারুণ শিল্পী। সবাই উপভোগ করবে। আজই জানলাম (২৫ মিনিটের বিরতি)। আমার মতে নিয়ম অনুযায়ী ১৫ মিনিট বিরতি থাকা উচিত।’
এর আগে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল-এর প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিঙ্গুয়েজ বলেন, ‘শাকিরা অসাধারণ এক দক্ষিণ আমেরিকান যার গানে পুরো বিশ্ব তাল মিলিয়েছে। তার গান পৃথিবীর প্রতিটি কোণায় যেমন গাওয়া হয়, তেমনি গানের তালে নাচাও হয়। আমরা বিশ্বাস করি, তার পারফরম্যান্স ফুটবলের প্রতি সুস্থ আবেগের বার্তা ছড়িয়ে দেবে।’
আজকালের খবর/ওআর