বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
শ্রীমঙ্গলে ট্রাকচাপায় খালা-ভাগ্নির মৃত্যু
রুবেল আহম্মদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ১১:৫৭ AM আপডেট: ০২.০৭.২০২৪ ৩:৩০ PM
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাক চাপায় এক নারী ও একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আলিশারকুল গ্রামের কলিম উল্লাহর মেয়ে য়িারা বেগম (৪৮) ও তার বোনের মেয়ে সাবিহা (৭)।

সোমবার (১ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের পাত্রীকুল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভূনবীর-মির্জাপুর সড়কে পিয়ারা বেগম শিশুটিকে নিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় একটি ট্রাক তাদের চাপা দেয়। পরে পিছনে থাকা অন্য একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির খালা পিয়ারা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত শিশু সাবিহাকে স্থানীয়রা হাসপাতালে পাঠালে সেখানে শিশুটিও মারা যায়।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী নিহতের লাশ নিয়ে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদ,উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, শ্রীমঙ্গল থানার পুলিশ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক(অপারেশন) তাপস চন্দ্র রায় ঘটনাস্থলে ছুটে যান। অপরাধীদের এ সড়ক দিয়ে অবৈধ বালুবাহী ট্রাক চলাচল বন্ধের ঘোষণা এবং ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা রাত ১০টায় তাদের অবরোধ তুলে নেয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, রাতেই বালুবাহী দুটি ট্রাক জব্দ করা হয়েছে। চালকদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আজকালের খবর/এসএইচ








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের ইতিহাসে আজ একটি নতুন অধ্যায় রচিত: নুর
বন্ধ হলো বাংলাদেশ-ভারত সীমান্তে বাসিন্দাদের মিলনমেলা
সব চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ সবাই: জামায়াত
নির্বাচনের রোডম্যাপ দিলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না: বিএনপি
হাইকমিশনে হামলার নিন্দা জানিয়েছে সব রাজনৈতিক দল: আসিফ নজরুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বেতনের বাইরে মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্টে জমা ১৩৪ কোটি টাকা
দেবীদ্বারে হানাদার মুক্ত দিবস পালিত
‘ডেঞ্জার জোন’ নিয়ে ফিরছেন বাপ্পি
বেনজীরের ক্যাশিয়ার জসিম গ্রেপ্তার
কাজে ফিরছেন এনটিসি’র ১৮ চা বাগানের শ্রমিকরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft