প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৫:৪৮ PM
সারা বছরই ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে থেকে দেখা দিলেও বর্ষা মৌসুমে আশংকাজনক হারে বাড়ে এর ঝুঁকি। জমে থাকা পানিতে এডিস মশা বংশ বিস্তার করে। বিশেষ করে স্বচ্ছ পানি এই মশার ডিম পাড়ার উপযুক্ত স্থান। আমাদের অসচেতনতার কারণে বর্ষায় ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।
ডেঙ্গু প্রতিরোধে করণীয়গুলো জেনে নিন।
১. এখন প্রায় প্রায়ই বৃষ্টি হচ্ছে। বারান্দায় থাকা টবে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ রাখুন। এছাড়া হঠাৎ বৃষ্টিতে পানি জমতে পারে এমন কিছু যেন বাড়ির আশেপাশে বা বারান্দায় না থাকে।
২. পানিতে গাছ লাগান অনেকে। সেক্ষেত্রে দুই থেকে তিন দিন পর পর অবশ্যই পানি বদলে দেবেন।
৩. বাইরে যাওয়ার সময় মশা নিরোধক ক্রিম ত্বকে লাগান। বিশেষ করে সন্ধ্যা ও ভোরের সময়ে। এই দুই সময়ে মশা কামড়ায় বেশি।
৪. ফুল হাতা পোশাক ও পা ঢাকা জুতা পরুন। এতে মশা কামড়ানোর ঝুঁকি কমবে।
৫. মশার আনাগোনা আটকাতে জানালায় নেট লাগিয়ে দিন।
৬. দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।
৭. চিপসের প্যাকেট বা পানির বোতল যত্রতত্র ফেলবেন না। এগুলোতে পানি জমে মশা বাড়তে পারে। ঘরের আশপাশ পরিষ্কার রাখতে হবে। ময়লা আবর্জনা যেন জমে না থাকে।
৮. অব্যবহৃত বাথরুমের কমোডও এডিস মশার লার্ভা উৎপাদনের জায়গা হতে পারে। তাই দুই বা তিন ৮. দিন পর পর ফ্ল্যাশ করে দিন কমোড। বাথরুমের বালতি, মগ বা বদনাতেও পানি জমিয়ে রাখবেন না।
৯. মশা বেশি এমন স্থানে ভ্রমণ করবেন না। ভ্রমণে গেলেও সঙ্গে করে অবশ্যই মশা নিরোধক ক্রিম নিয়ে যাবেন।
১০. ফ্রিজের পানির ট্রে নিয়মিত পরিষ্কার করুন। এসির পানি যেন জমে না থাকে কোথাও।
আজকালের খবর/ওআর