প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৬:০৬ PM
রাতারগুল সোয়াম ফরেস্টের মটরঘাট এলাকায় ঘুরতে গিয়ে পানিতে নেমে ডুবে যাওয়া নিখোঁজ কিশোর শামীম আহমদের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া শামীম নগরীর বাগবাড়ী এলাকার শাহজাহান আলীর পুত্র। আজ শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা দিকে চেঙ্গেরখাল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শামীম।
জানা যায়, সিলেট শহর থেকে বাইসাইকেল চালিয়ে রাতারগুল সোয়াম ফরেস্টের প্রবেশমুখ মটরঘাট খেয়াঘাটে যায় ৪ কিশোর। তারা রাতারগুলে না গিয়ে চেঙ্গেরখাল নদীতে গোসল করতে নামে। এ সময় ৩ জন সাঁতার জানার কারণে উঠে আসতে পারলেও শামীম তলিয়ে যায়।
এয়ারপোর্ট থানার ওসি মো. নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন ময়নাতদন্ত ছাড়াই তারা লাশ নিতে চান, সে ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
আজকালের খবর/ওআর