বুধবার ২৩ এপ্রিল ২০২৫
আমিরাতে চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনের অনুষ্ঠানে আরাভ খানের হামলা
মাহিম উদ্দীন মুন্না, ইউএই থেকে
প্রকাশ: রবিবার, ২৩ জুন, ২০২৪, ৫:৪৮ PM
সংযুক্ত আরব আমিরাতের আজমানে ‘বাংলা কার্নিভাল’ সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা হয়েছে। হামলায় আহত হয়েছেন যমুনা টিভির আরব আমিরাত প্রতিনিধি মেহেদী রুবেল। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি পুত্র, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আরশাদ আদনান, বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। 

জানা যায়, গতকাল শনিবার রাতে বাংলাদেশের চিত্র পরিচালক অনন্য মামুনের উদ্যোগে বাংলা কার্ণিভাল নামক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল আরব আমিরাতের আজমানের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। এ সময় পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামী, বিতর্কিত রবিউল ইসলাম ওরফে আরাভ খানের প্রকাশ্য নেতৃত্বে আকস্মিক ৩০-৪০ জনের একটি দল অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে। এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠান প্রশাসন ও নিরাপত্তাকর্মীরা তাকে ঢুকতে বাঁধা দিলে উত্তেজিত হয়ে কর্তব্যরত সাংবাদিকদের উপর চড়াও হয় আরাভ খান ও তার সহযোগীরা। এতে আহত হন যমুনা টিভির আমিরাত প্রতিনিধি মেহেদী রুবেল। এ সময় আরও বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী লাঞ্ছিত হন। কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় তাদের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল। একপর্যায়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এ ঘটনায়  আগত অতিথি ও দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় স্থানীয় নাগরিক (লোকাল) আরাভ খানসহ অন্যান্যদের শান্ত হবার অনুরোধ জানালে সে উত্তেজিত হয়ে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করে বলে, ‘আমি ভারতীয় নাগরিক। অনুষ্ঠানের মধ্যে আমার অসংখ্য লোকজন। আমাকে ঢুকতে না দিলে সব কিছু পন্ড করে দেবো।’ একপর্যায়ে পুলিশি সহায়তায় তাকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য করা হয়।

এ ঘটনায় অনুষ্ঠানের আয়োজকরা তাৎক্ষণিক কিছু বলতে চাননি। অপরদিকে এমন নিরাপত্তাহীন, অপরিকল্পিত অনুষ্ঠান নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশী কমিউনিটি ও দর্শক মহলে। গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করে নিন্দা জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব, ইউএই এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
বাগেরহাটে হোটেল থেকে বিএনপির ১৮ নেতাকর্মী গ্রেপ্তার, ৬ হাতবোমা উদ্ধার
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড
দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিককে সাজা দিলেন ইউএনও
কুয়েটে এবার রোকেয়া হলের তালা ভেঙে ছাত্রীদের প্রবেশ
ড. আমিনুলের যোগদানে অসম্মতি প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের পাশে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ
দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিককে সাজা দিলেন ইউএনও
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
শেখ হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft