বুধবার ২৩ এপ্রিল ২০২৫
শেরে-বাংলা স্মৃতি স্বর্ণ পদক পেলেন গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ
মাজহারুল ইসলাম, গাজীপুর
প্রকাশ: শনিবার, ১৫ জুন, ২০২৪, ১২:৪২ PM
শেরে-বাংলা এ কে এম ফজলুল হক স্মৃতি গোল্ডেন অ্যাওয়াড পেলেন জেলা পরিষদের সিনিয়র সদস্য ও  সাবেক প্যানেল চেয়ারম্যান গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ।

সম্প্রতি রাজধানীর শেগুন বাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচারমেলা মিলনায়তনে  শেরে-বাংলা এ কে এম ফজলুল হক স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত শেরে-বাংলার ১৫০ তম  জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে  তাকে এই গোল্ডেন অ্যাওয়াডে ভূষিত করা হয়েছে।

ওই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিচারপতি এস এম  মজিবুর রহমান, শেরে বাংলা এ কে এম ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচিব মার্গুব মোর্শেদ, অর্থ মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল  হারুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শহীদুল সিকদার, সংস্কৃতি মন্ত্রণালয়ের  সাবেক উপ-সচিব ও সাবেক উপমন্ত্রী সাদেক সিদ্দিকী প্রমুখ।

জানা গেছে, গাজীপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম তার। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে পাকহানাদার বাহিনী শক্রু পক্ষের বিরুদ্ধে যুদ্ধে বিশেষ অবদান রেখে ছিলেন।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে নেতৃতে দেশ স্বাধীনের পর থেকে গাজীপুরের উন্নয়নে ও সামাজিক কর্মকান্ডে  আজো পর্যন্ত তিনি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এছাড়াও কল্যাণময় নানা কাজের অবদানে বিভিন্ন সংগঠন সভা সমিতি থেকে তাকে সম্মাননা পদকে ভূষিত করা হয়।

স্থানীয় ইকবাল হোসেন মাহতাব ও ইউনুস শিকদার এবং লিমন জানান, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ এই সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উন্নয়নের জন্য দীর্ঘ দিন ধরে কাজ করে আসছেন। তিনি একজন সফল জনপ্রতিনিধি। কাজের কল্যাণে গাজীপুরের মানুষের হৃদয় জয় করে চলেছেন তিনি। সমাজে রেখে যাচ্ছেন বিশেষ অবদান। তাকে নিয়ে গাজীপুরবাসীর গর্বের শেষ নেই। ইতিপূর্বে বিভিন্ন কল্যাণময় কর্মকান্ডে অবদানের জন্য এ পর্যন্ত বহু সম্মাননা পেয়েছেন তিনি। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করি। তিনি যেন এ সমাজের উন্নয়নের  জন্য আরো অবদান রাখতে পারেন।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
বাগেরহাটে হোটেল থেকে বিএনপির ১৮ নেতাকর্মী গ্রেপ্তার, ৬ হাতবোমা উদ্ধার
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড
দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিককে সাজা দিলেন ইউএনও
কুয়েটে এবার রোকেয়া হলের তালা ভেঙে ছাত্রীদের প্রবেশ
ড. আমিনুলের যোগদানে অসম্মতি প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের পাশে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ
দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিককে সাজা দিলেন ইউএনও
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
শেখ হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
রাতের মধ্যেই ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft