যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সড়কে ছিটকে পড়ার পর পেছন থেকে আসা মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন ২ জন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারাইহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- ইজিবাইকের যাত্রী জিন্নাত আরা বেগম (৫০) এবং ইজিবাইকচালক নজরুল ইসলাম (৪২)। জিন্নাত আরা পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের বাসিন্দা। নজরুল ফুলবাড়ী পৌরসভার সুজাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকাল পৌনে ১১টার দিকে যাত্রীবাহী ইজিবাইক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারাইহাট বাজার এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এসময় মালবাহী ট্রাক তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত জাহানারা বেগম এবং আবুল কাশেম দম্পতিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি পার্বতীপুর উপজেলার মদনপুর গ্রামে।
এদিকে যাত্রবাহী বাসটি পালিয়ে গেলেও মালবাহী ট্র্যাকটি জনগণ আটক করে। পরে পুলিশ এসে তা থানায় নিয়ে যায়। ট্রাকচালক মাসুম ইসলাম কালামকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ফুলবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান বলেন, ট্রাকচালক মাসুমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আজকালের খবর/ওআর